বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশে (India) পেট্রোল-ডিজেলের দাম যথেষ্ট বেশি রয়েছে। এমতাবস্থায়, নির্বাচনের আবহে বিরোধীদের কাছে মুদ্রাস্ফীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদিও, এবার শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারকে সাহায্য করতে পারেন ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তিনি রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল পেতে সরকারি তেল কোম্পানিগুলিকে সাহায্য করতে পারেন। সরকার নিজেই চায় ভারত সরকার এবং বেসরকারি তেল কোম্পানিগুলি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে একসঙ্গে কাজ করুক। এটি ভারতকে রাশিয়া থেকে সর্বোচ্চ ছাড় পেতে সাহায্য করবে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল পাচ্ছিল। সেই সময়ে তারা ভালো ছাড় পেয়ে গেলেও সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের ওপর ছাড় কমেছে। এখন ভারত প্রতি ব্যারেলে ৮ ডলার ছাড় পাচ্ছে। যেখানে যুদ্ধের প্রথম দিকে রাশিয়া প্রতি ব্যারেলে ১০ ডলার ছাড় দিচ্ছিল।
৪ ডলারের ছাড়: ইউক্রেন যুদ্ধে ভারত তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট লাভবান হচ্ছিল। মূলত, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমী দেশগুলি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই কারণে তারা পণ্য রপ্তানি করতে পারছিল না। সেই সময়ে অপরিশোধিত তেলের ওপর বিশাল ছাড় দিয়ে এই সমস্যার সমাধান করা হয় এবং ভারত ও রাশিয়া এটির পূর্ণ সুবিধা নিয়েছে। যদিও, এখন ভারতের মুনাফা কমেছে। কারণ রাশিয়া থেকে অপরিশোধিত তেলের ওপর ছাড় ব্যারেল প্রতি ৪ ডলারে নেমে এসেছে।
আরও পড়ুন: নিয়মে হচ্ছে বড়সড় বদল! এবার RTO-তে দিতে হবে না পরীক্ষা, কিভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স?
শোধনাগারগুলি রাশিয়া থেকে সস্তায় তেল নেয়: ভারত সরকার চায় যে এখন দেশের বেশিরভাগ শোধনাগারগুলি তাদের সরবরাহের এক-তৃতীয়াংশ রাশিয়া থেকে আমদানি করুক এবং এটি স্থিতিশীল মূল্যে কেনা হোক। যাতে তেলের অস্থির মূল্যের হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করা যায়। তাই ভারত সরকার সরকারি ও বেসরকারি কোম্পানিকে একত্র হতে বলেছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সরকারি তেল কোম্পানিগুলি চায় রাশিয়া তাদের প্রতি ব্যারেলে ৫ ডলার বা তার বেশি ছাড় দিক। কিন্তু তারা এখন মাত্র ৩ ডলারের ছাড় পাচ্ছে।
আরও পড়ুন: এবার রিচার্জ ছাড়াই দেখতে পাবেন টিভি চ্যানেল! Free Dish বসাচ্ছে সরকার, এভাবে করুন আবেদন
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, ইন্ডিয়ান অয়েলের রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহের চুক্তি ছিল। যা মার্চের শেষে শেষ হয়। এরপর ভালো ছাড় না পাওয়ায় তা আর রিনিউ করা যায়নি। এখন সরকার চায় তেল কোম্পানিগুলি একে অপরের সাথে প্রতিযোগিতা না করে একসাথে কাজ করে সরবরাহের জন্য আলোচনা করুক ও সর্বোচ্চ ছাড় পাওয়ার চেষ্টা করুক।