বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ধনুকুবের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) কে না চেনেন! আজ পর্যন্ত তিনি যে ব্যবসাতেই হাত দিয়েছেন তাতেই বিরাট মুনাফা অর্জন করেছেন। তাই বলা হয় মুকেশ আম্বানি ছুঁলেই সোনা হয়ে যায় যে কোনো ব্যবসা।
আর এবার এশিয়ার এই ধনীতম ব্যবসায়ী আরও বেশি মুনাফা অর্জনের জন্য পা রাখতে চলেছেন ১৫০ বিলিয়ন ডলারের ব্যবসায়। জানা যাচ্ছে ডায়াগোনস্টিক স্বাস্থ্য-পরিষেবা (Diagonisc-Network) বিভাগে পা রাখছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার।
ইতিমধ্যেই এই ব্যবসা সংক্রান্ত ব্লু প্রিন্ট-ও তৈরি করে ফেলেছেন তিনি সূত্রের খবর মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেল ভেঞ্চারস ডায়াগনস্টিক পরিষেবার সংস্থায় এক হাজার থেকে তিন হাজার কোটি টাকার বেশি শেয়ার কেনার পরিকল্পনা করে ফেলেছে।
যদিও রিলায়েন্স রিটেল ভেঞ্চারস অনেক আগেই অনলাইন ফার্মেসি ‘নেটমেডস’ (Netmeds) চালু করে এই স্বাস্থ্য পরিষেবা বিভাগে একটু একটু করে বাজার দখল করতে শুরু করেছে। এই কোম্পানিটি মূলত প্যাথোলজি সেবাই প্রদান করে থাকে।
আরও পড়ুন: শেষমেশ আজ সস্তা হল সোনা! দেখুন, হলুদ ধাতুর এক ভরির দাম কত দাঁড়াল; কত দরে বিকোচ্ছে রূপো
এই নেটমেডসের জন্য ইতিমধ্যেই কোম্পানির তরফ থাইরোকেয়ারের মতো কোম্পানির সাথে চুক্তিও করা হয়ে গিয়েছে। সূত্রের খবর রিলায়েন্স রিটেল এবার নিজস্ব ডায়াগনস্টিক কোম্পানি তৈরি করার পরিকল্পনা করছে। এই সংস্থাটি এবার সারাদেশে ডায়াগনস্টিক কোম্পানির নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে।
যদিও রিলায়েন্স রিটেল গোষ্ঠীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি।এখানে বলে রাখি রিলায়েন্স রিটেল বছর চারেক আগেই ২০২০ সালে Netmeds-এ সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণ করেছিল।
রিলায়েন্স গোষ্ঠী মোট ৬২০ কোটি টাকায় এই চুক্তি করেছিল। প্রায় দেড় বছর আগে জানুয়ারি মাসে প্রথম অনলাইনেই প্রথম স্টোর খুলে ছিল এই কোম্পানিটি। বর্তমানে সারা দেশে প্রায় এক হাজারের বেশি দোকান রয়েছে এই সংস্থার।