মাত্র ৪ দিনেই হয়েছে ৪৫,০০০ কোটির কামাই! বিনিয়োগকারীদের মালামাল করল আম্বানির কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ার (Asia) শ্রেষ্ঠ ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) মালিক মুকেশ আম্বানির (Mukesh Ambani) একটি কোম্পানি, মাত্র ৪ দিনে বিনিয়োগকারীদের ৪৫,০০০ কোটি টাকা লাভ দিয়েছে। হ্যাঁ, প্রথমে শুনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। উল্লেখ্য যে, মুকেশ আম্বানির ফ্ল্যাগশিপ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে ২০.১৩ লক্ষ কোটি টাকা বেড়েছে। এদিকে, শেয়ার বাজারের উত্থান-পতনের মধ্যেই গত ৪ টি ব্যবসায়িক দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। ।

৭ টি বড় কোম্পানির মার্কেট ক্যাপ বেড়েছে: উল্লেখ্য যে, ভারতীয় শেয়ার মার্কেটে তালিকাভুক্ত ৭ টি বড় কোম্পানির মার্কেট ক্যাপ ৪ দিনে ৬৭,২৬০ কোটি টাকা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গত সপ্তাহে, BSE সেনসেক্স ৮২০ পয়েন্ট বৃদ্ধি হয়েছে এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে ২০.১৩ লক্ষ কোটি টাকা হয়েছে। ইতিমধ্যে, RIL বিনিয়োগকারীদের ৪৫,২৬২ কোটি টাকার রিটার্ন দিয়েছে।

Mukesh Ambani's company has earned 45,000 crores in just 4 days.

গত সপ্তাহে ৩ দিন ট্রেডিং হয়েছে: বৃহস্পতিবার স্টক মার্কেট ট্রেডিংয়ের সময়ে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ২,৯৭০ টাকায় পৌঁছেছিল। এদিকে, হোলির কারণে গত সপ্তাহের সোমবার শেয়ার বাজারে বন্ধ ছিল। পাশাপাশি, শুক্রবার অর্থাৎ, ২৯ মার্চ ছিল গুড ফ্রাইডে। এমতাবস্থায়, ৫ দিনের পরিবর্তে মাত্র ৩ দিন খোলা ছিল শেয়ার বাজার। সেখানেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে RIL-এর শেয়ার।

আরও পড়ুন: মুদ্রাস্ফীতির দাপটে কাবু কাঙাল পাকিস্তান! পেট্রোলের দাম পৌঁছল ২৯০ টাকায়, চরম বিপাকে সাধারণ মানুষ

দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি: এদিকে, শেয়ারে বৃদ্ধির কারণে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এর পরে রয়েছে ভারতের বৃহত্তম আইটি কোম্পানি TCS, HDFC ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, SBI, ইনফোসিস, LIC, ITC এবং HUL।

আরও পড়ুন: পাল্টে যাচ্ছে KKR-এর ম্যাচের সূচি? IPL চলাকালীন প্রকাশ্যে এল বড় আপডেট

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার: সোমবার, শেয়ার মার্কেটে যথেষ্ট ভালো গতি ছিল। পাশাপাশি, দুপুর ১১ টা বেজে ৫২ মিনিট নাগাদ BSE সেনসেক্স ৪০৬ পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে ৭৪,০৫৭ পয়েন্টের স্তরে পৌঁছে যায়। যেখানে নিফটি ছিল ২২,৪৭৬ পয়েন্টের স্তরে। পাশাপাশি, একটা সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ২,৯৭৩ টাকার স্তরেও পৌঁছে যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর