মুকেশ আম্বানির এই কোম্পানি বিনিয়োগকারীদের করল মালামাল! মাত্র ২১ টাকায় মিলছে শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারত তথা সমগ্র এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তাঁর একাধিক কোম্পানি ইতিমধ্যেই শেয়ার বাজারে (Share Market) লিস্টেড রয়েছে। যেগুলির শেয়ার তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে প্রায়শই উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাশাপাশি, কিছু কিছু শেয়ার এমনও রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের ইতিমধ্যেই মালামাল করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটির দাম ৫০ টাকারও কম। ওই শেয়ারটি হল Hathway Cable and Datacom Limited-এর।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলল মুকেশ আম্বানির এই কোম্পানি:

গত শুক্রবার Hathway Cable and Datacom Limited-এর শেয়ার কেনার জন্য ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছিল। এই শেয়ারটি, গত শুক্রবার ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১.৮১ টাকার স্তরে পৌঁছেছে। এদিকে, ট্রেডিং শেষে শেয়ারটির দাম ছিল ২১.৩১ টাকা। যেটি গত বৃহস্পতিবারের তুলনায় ১.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৪-এ, এই শেয়ারের (Share Market) দাম পৌঁছে গিয়েছিল ২৭.৯০ টাকায়। যেটি Hathway Cable and Datacom Limited-এর শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ২০২৩ সালের অক্টোবরে এই শেয়ারের দাম ছিল ১৭.০১ টাকা। যেটি এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছিল।

Mukesh Ambani's company has good results in the Share market.

শেয়ারহোল্ডিং প্যাটার্ন: প্রসঙ্গত উল্লেখ্য যে, Hathway Cable & Datacom-এর শেয়ারহোল্ডিং প্যাটার্ন সম্পর্কে জানাতে গেলে বলতে হয় প্রোমোটারদের কাছে ৭৫ শতাংশ এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে ২৫ শতাংশের শেয়ার রয়েছে। এই কোম্পানির প্রোমোটারদের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একাধিক ভেঞ্চার রয়েছে। এই ভেঞ্চারগুলির মধ্যে রয়েছে Jio কন্টেন্ট ডিস্ট্রিবিউশন হোল্ডিং প্রাইভেট লিমিটেড, Jio ইন্টারনেট ডিস্ট্রিবিউশন হোল্ডিং প্রাইভেট লিমিটেড এবং Jio কেবল অ্যান্ড ব্রডব্যান্ড হোল্ডিং।

আরও পড়ুন: বাংলাদেশের বাজারদর নিয়ন্ত্রণে বড় ভূমিকা ভারতের! ডিমের পর রপ্তানি হচ্ছে ১২ হাজার টন আলু

সামনে এসেছে বড় আপডেট: জানিয়ে রাখি যে, সম্প্রতি, Hathway Cable & Datacom তার সাবসিডিয়ারি Hathway Prime Cable & Datacom-এর সম্পূর্ণ ৫১ শতাংশ শেয়ার মনমোহন সিং বাজওয়াকে মোট ৫১ কোটি টাকার বিনিময়ে বিক্রি করেছে। এই চুক্তিটি ৭,৮০,৩০০ টাকায় করা হয়েছে। এই লেনদেনের মাধ্যমে Hathway Prime, Hathway Cable & Datacom-এর সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে আর বিবেচিত হবে না। উল্লেখ্য যে, Hathway Prime হল একটি নন-অপারেটিং কোম্পানি। ২০২৩-২৪ অর্থবর্ষে কোম্পানির টার্নওভার এবং মোট সম্পদে এর অবদান শূন্য ছিল।

আরও পড়ুন: এবার আন্তর্জাতিক স্তরে বাজিমাত করলেন আদানি! একইসাথে “বিশ্বসেরা” হল গ্রুপের ৮ টি কোম্পানি

ফলাফল: সম্প্রতি Hathway Cable & Datacom জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। এই ত্রৈমাসিকে, কোম্পানির নিট প্রফিট ১৮.১ শতাংশ কমে ১৮.৩২ কোটি টাকা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের মালিকানাধীন Hathway Cable-এর নিয়ন্ত্রক ফাইলিং অনুসারে কোম্পানিটি এক বছর আগে অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকের মধ্যে ২২.৩৬ কোটি টাকা প্রফিট করেছিল। জুন ত্রৈমাসিকে কোম্পানির সম্মিলিত রেভিনিউ ছিল ৫০২.৬১ কোটি টাকা। এক বছর আগের একই সময়ে এটি ছিল ৪৯৯.২৩ কোটি টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর