বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগের মাধ্যমে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, টেক্সটাইল কোম্পানি অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের এবং ছয় মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
শেয়ার বাজারে(Share Market) নজর কেড়েছে এই স্টক:
যেখানে কোম্পানির লোকসান হ্রাস পেয়েছে। পাশাপাশি, বিক্রয় এবং রাজস্ব সামান্য বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার লেনদেনের সময় কোম্পানির শেয়ারের (Share Market) দাম ৬ শতাংশ বেড়ে ১৮.৪৬ টাকায় পৌঁছে গিয়েছিল। তবে, বাজার বন্ধের সময়ে এই কোম্পানির শেয়ারের দাম ১৭.৯০ টাকায় দাঁড়িয়েছিল।
দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল: সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নিট লোকসান ছিল ১৬২.৩৮ কোটি টাকা। যা গত বছরের ২৬২.১০ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এদিকে, রেভিনিউ ছিল ৯৯৪.৭৭ কোটি টাকা। যা গত বছরের ৮৯৮.৭৮ কোটি টাকার তুলনায় বেশি। এছাড়াও, মোট বিক্রয় হয়েছে ৯৪১.০৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের ৮৮৫.৬৬ কোটি থেকে বেশি।
আরও পড়ুন: পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারফোর্সের তালিকায় তৃতীয় স্থানে ভারত
শেয়ার প্রতি লোকসান (EPS) বেসিক এবং ডাইলিউটেড উভয়ই ০.৩৩ টাকা ছিল। যা গত বছরে ছিল ০.৫৩ টাকা। সামগ্রিকভাবে, আলোক ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবর্ষের প্রথমার্ধে লোকসান কমাতে সক্ষম হয়েছে। রেভিনিউ এবং বিক্রিয়ের ক্ষেত্রে সামান্য উন্নতি দেখা গিয়েছে। যা ইঙ্গিত দেয় যে কোম্পানিটি তার কার্যক্রমে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: আরও গভীর হচ্ছে বন্ধুত্ব! এবার ভারতের কাছ থেকে এই জিনিসটি কিনবে রাশিয়া, হয়ে গেল ঘোষণা
অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডিং প্যাটার্ন: শেয়ার হোল্ডিং তথ্য অনুসারে, ২০২৫ সালের মার্চ ত্রৈমাসিকের শেষ নাগাদ মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অলোক ইন্ডাস্ট্রিজে ১,৯৮,৬৫,৩৩,৩৩৩টি শেয়ার ছিল। যা ৪০.০১ শতাংশ শেয়ারের সমান। অন্যদিকে, জেএম ফাইনান্সিয়াল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ১৭৩,৭৩১,৮৪৪ টি শেয়ার বা ৩৪.৯৯ শতাংশ শেয়ার (Share Market) রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং জেএম ফাইন্যান্সিয়াল উভয়ই এই কোম্পানির প্রমোটার এবং প্রমোটার গ্রুপ বিভাগের অংশ। বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।