দুবাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেন এক স্বর্গরাজ্য! কোণায় কোণায় চমক, দেখে তাক লেগে যাবে

বাংলাহান্ট ডেস্ক : আম্বানি পরিবারকে নিয়ে আলোচনার শেষ নেই। মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারতের সবথেকে ধনী ব্যক্তি এই মুহূর্তে। স্বাভাবিকভাবেই তার পরিবারকে নিয়ে চর্চা হবেই। আম্বানি পরিবারের বাড়ি-গাড়ি-পোষাক-আসাক ইত্যাদি বিভিন্ন সময় খবরের হেডলাইন্স হয়। মুকেশ আম্বানির দক্ষিণ মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়া প্রথম থেকেই ছিল খবরের শিরোনামে।

একটা সময় পর্যন্ত এই বাড়িটি ছিল বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল ভবন। বহু মানুষ মুম্বাইয়ে গিয়ে দেখতে যান মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। কিন্তু জানেন কি ভারতের বাইরেও একটি অট্টালিকা রয়েছে মুকেশ আম্বানির? ভারতীয় এই ধনকুবেরের একটি প্রাসাদপ্রম বাড়ি রয়েছে দুবাইয়ে। এই বাড়িটি যেন একটি স্বর্গরাজ্য। বিভিন্ন সময় ইন্টারনেটে এই বাড়ির অন্দরমহলের ছবি ভাইরাল হয়েছে।

আরোও পড়ুন : বড় আশার বাণী শোনালো কলকাতা মেট্রো! জুড়ে যাচ্ছে একাধিক স্টেশন, প্রকাশ্যে এল নাম, রুট

শোনা যায় মুকেশ আম্বানি এই বাড়িটি কুয়েতের ধনকুবের মহম্মদ আলশায়ার ফ্যামিলির কাছ থেকে কিনেছিলেন। ১০টি বেডরুম, একটি প্রাইভেট স্পা, ইনডোর এবং আউটডোর পুল এবং একাধিক 5 স্টার হোটেলের সুবিধা রয়েছে মুকেশ আম্বানির দুবাইয়ের এই বাড়িতে। বিভিন্ন সূত্র দাবি করে বিশাল এই ভবনটি নির্মাণ করতে খরচ হয়েছিল ৮০ মিলিয়ন ডলার।

eisamay 103065698

দুবাইতে মুকেশ আম্বানির এই বাড়িটি যেন একটি রাজপ্রাসাদ। এই বাড়িতে রয়েছে বিলাসবহুল ৮ টি শয়ন কক্ষ। এছাড়াও একটি অত্যাধুনিক জিম রয়েছে এই বাড়িটিতে। ১৫টি গাড়ি রাখার বেসমেন্ট রয়েছে আম্বানির দুবাইয়ের বাড়িতে। এছাড়াও সিনেমা হল, স্পা এই বাড়িটির অন্যতম আকর্ষণের জায়গা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর