‘আল্লাহ বম্ব, বদমাশ জেসাস না হলে লক্ষ্মী বম্ব কেন?’ অক্ষয়ের ছবি নিয়ে সাম্প্রদায়িক খোঁচা মুকেশ খান্নার!

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইটে কিভাবে থাকতে হয় তা খুব ভাল ভাবেই জানেন মুকেশ খান্না (mukesh khanna)। বিগ বস ও দ‍্য কপিল শর্মা শোয়ের উপর ক্ষোভ উগরানোর পর এবার অভিনেতার নজর পড়েছে অক্ষয় কুমারের (akshay kumar) লক্ষ্মী বম্ব (lakshmi bomb) ছবির উপর। ছবি মুক্তির আগে ফের একবার পুরনো বিতর্ক উসকে দিয়েছেন মুকেশ খান্না।

ছবির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্ক লেগেই রয়েছে লক্ষ্মী বম্বকে ঘিরে। প্রথমে অভিযোগ ওঠে এই ছবিতে বৃহন্নলাদের নিয়ে কৌতুক করা হয়েছে। তারপর লাভ জিহাদের অভিযোগ তুলে বয়কটের ডাক দেওয়া হয় এই ছবিকে। ছবির টাইটেল নিয়েও ওঠে আপত্তি। মুকেশ খান্নাও সরব হন ছবির টাইটেলের বিরুদ্ধে।

akshay kumar 1590730022
কিছুদিন অগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘লক্ষ্মী বম্ব টাইটেল দিয়ে কোনো ছবি মুক্তি পাওয়া কি উচিত? এই নিয়ে গোটা দেশে বিবাদ চলছে। কিছু মানুষ এই ছবিটি বয়কট করার ডাক দিয়েছেন। আমার মনে হয় ছবিটি বয়কট করা উচিত নয়। কারণ সবে মাত্র ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। কেউ এখনো ছবি দেখেনি।’

https://www.instagram.com/p/CG1gJ9zpGvB/?igshid=1je6m29wl5k7i

এরপর তিনি আরো বিতর্কিত মন্তব‍্য করে বসেন। অভিনেতা লেখেন, ‘লক্ষ্মীর পরে বম্ব কথাটা বসানো খুব কৌতুকপূর্ণ মনে হয়। বাণিজ‍্যিক সুবিধার জন‍্য এমধ টাইটেল দেওয়া হয়েছে বলে মনে হয়। এটার অনুমতি কি দেওয়া উচিত? অবশ‍্যই নয়। আল্লাহ বম্ব বা বদমাশ জেসাস ছবির নাম কি হতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে লক্ষ্মী বম্ব কিকরে?’

মুকেশ খান্না আরো লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ এটা জেনে বুঝেই করে। ওরা জানে এই নিয়ে শোরগোল হবে। এতে ছবির প্রমোশন হয়। ফিল্ম মুক্তি পেলে মানুষ প্রথম দিনই ছবি দেখতে যায় যে এতে কি এমন আছে। এটা হয়ে এসেছে। এবার এটাকে আটকাতে হবে।’

মুকেশ খান্নার মতে, হিন্দুদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন সহিষ্ণু মনে করে, সোজা টার্গেট মনে করে। কিন্তু অন‍্য ধর্ম নিয়ে এমনটা তারা করতে পারে না। ছবি হিট করার জন‍্যই এরা এমন সব কৌশল নেয়।

https://www.instagram.com/p/CG9HsaopuaP/?igshid=m2c6zks2936p

 

সম্প্রতি লক্ষ্মী বম্ব ছবির টাইটেল পরিবর্তন হয়ে করা হয়েছে শুধু ‘লক্ষ্মী’। ফের একবার মুখ খুলেছেন মুকেশ খান্না। তিনি লেখেন, ‘এটা একটা ইতিহাস সৃষ্টি করল। ভবিষ‍্যতে আর কোনো প্রযোজক আমাদের ঈশ্বরকে নিয়ে মশকরা করার সাহস দেখাবে না।’


Niranjana Nag

সম্পর্কিত খবর