বাংলাহান্ট ডেস্ক: ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যে করে বড় ফাঁসা ফেঁসেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। ১৯৪৭ সালে পাওয়া স্বাধীনতাকে ‘ভিক্ষা’ বলে মন্তব্য করে বিভিন্ন মহলে আলোড়ন ফেলেছেন তিনি। একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এবার মুকেশ খান্নাও (mukesh khanna) তীব্র কটাক্ষ শানালেন কঙ্গনার বিরুদ্ধে।
পরোক্ষ ভাবে কঙ্গনার মন্তব্যকে শিশুসুলভ, চাটুকারিতা এবং পদ্মশ্রী পাওয়ার সাইড এফেক্ট বলে কটাক্ষ করেছেন পর্দার মহাভারতের ‘ভীষ্ম’। কঙ্গনার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেকে আমাকে বলছেন দেশের স্বাধীনতা নিয়ে যে কটাক্ষ করা হয়েছে তার কোনো মন্তব্য করিনি কেন। তাই আমি বলি যে মন্তব্য করেছি। হয়তো পড়া হয়নি। তাই ভাবলাম প্রকাশ্যেই বলি।
আমার মনে হয় এই মন্তব্যটা শিশুসুলভ ছিল, হাস্যকর ছিল, চাটুকারিতা করার জন্য ছিল। অজ্ঞানতা দেখানোর জন্য ছিল নাকি পদ্ম পুরস্কারের সাইড অ্যাফেক্ট ছিল আমি জানিনা। কিন্তু সবাই এটা জানে এবং বিশ্বাসও করে যে আমাদের দেশ ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল। এটাকে ভুল বলার চেষ্টা করাও মূর্খতার পরিচয় দেয়।’
মুকেশ খান্না এও লিখেছেন, স্বাধীনতা শুধু গান্ধীজির অবদান নয়। বিপ্লবীদের বলিদান, সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ভয় এবং নিজেদের সেনাদেরই বিদ্রোহ ইংরেজদের ভয়ে পালাতে বাধ্য করেছিল।
https://www.instagram.com/p/CWi6-OtM7T9/?utm_medium=copy_link
কিছুদিন আগেই স্বাধীনতা বিতর্ক নিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন জাভেদ আখতার। টুইটে কারোর নাম উল্লেখ না করে তিনি লিখেছিলেন, ‘এটা সম্পূর্ণ ভাবেই বোঝা যাচ্ছে। যাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের কী যায় আসে যদি কেউ আমাদের স্বাধীনতাকে ‘ভিক্ষা’র তকমা দেয়।’