বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্যারিবিয়ান ভূমে প্রথম ম্যাচে ঈশান কিষান এবং যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের পর, দিল্লি ক্যাপিটালসের ও বাংলা রঞ্জি দলের তারকা বোলার মুকেশ কুমার (Mukesh Kumar) ২০শে জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক করলেন। ২৯ বছর বয়সী তারকা এখনও অবধি কেরিয়ারে ৩৩ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং বাংলার হয়ে ১২৩ টি উইকেট নিয়েছেন। ২০১৫ সালে মুকেশ প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।
আজ থেকে প্রায় ১০ বছর আগে তৎকালীন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ভিশন ২০২০ প্রোগ্রাম ট্রায়ালে মুকেশ নিজের প্রতিভা প্রদর্শন করতে চেয়েছিলেন। কিন্তু প্রাথমিকভাবে তিনি সেই ক্যাম্পে সুযোগ পেতে ব্যর্থ হন। এরপর নির্বাচক জয়দীপ মুখার্জি যখন নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন তখন মুকেশ জোর করে তার গাড়ি দাঁড় দিয়েছিলেন এবং একটি ডেলিভারি বল করার অনুমতি আদায় করেছিলেন।
জয়দীপ মুখার্জি তার আগ্রহ দেখে ব্যাপারটিতে সম্মত হন। এরপর ট্রায়ালে মুকেশ কুমার মাত্র দুটি ডেলিভারি বোলিং করেই নির্বাচকদের মুগ্ধ করেন। এরপর ওয়াকার ইউনিস এবং রণদেব বোসের নেতৃত্বে মেইন ট্রায়ালের জন্য নির্বাচিত হন। মজার ব্যাপার হল এটাই যে সেই ট্রায়ালে এই মুকেশ কুমারই সেখানে সেরা সম্ভাবনাময় বোলার হিসাবে আবির্ভূত হন।
বেঙ্গল ফিজিও কমলেশ জৈন প্রকাশ করেছেন যে মুকেশ এতটাই দুর্বল যে তিনি ১০ কিলো ওজন বেঞ্চ প্রেস করতে পারতেন না। তখন তিনি ইডেন গার্ডেনের একটি কমপ্লেক্সে থাকতেন। তার প্রতিভা দেখে তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি তাকে নিজের প্রথম ক্রিকেট কিট উপহার দেন।
বর্তমানে তিনি ভারতের টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি, তিন স্কোয়াডেই জায়গা পেয়েছেন। দিল্লি ক্যাপিটালসে তো তিনি ভালো বোলিং করেইছেন, তার পাশাপাশি তিনি বাংলার পেস বোলিং ত্রিশুলে আকাশদীপ ও ঈশান পোরেলের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ অংশ।