বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হানায় পাঁচ শ্রমিক এর নিশংস মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তীব্র আক্রমণ করলেন মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা বলেন, “মমতা ব্যানার্জি তো বলেন উনি রোজ চাকরি দিচ্ছেন। তাহলে বাংলার মানুষকে জম্মু ও কাশ্মীরে গিয়ে কাজ করতে হচ্ছে কেন? তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকানো উচিত।”
প্রসঙ্গত, অন্যদিকে আবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “কাশ্মীরে আমাদের রাজ্যের মানুষকে মারা হয়েছে ৷ আমি মনে করি, নৃশংসভাবে এই খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত৷ কাশ্মীরের মতো জায়গায় এত নিরাপত্তা থাকার পরও এরকম ঘটনা কী করে ঘটে? আমি হতবাক৷ আমাদের রাজ্যেও অন্য রাজ্যের মানুষ থাকে৷ তারা তো এখানে নিরাপদে রয়েছেন৷ তাহলে আমাদের রাজ্যের মানুষ কাশ্মীরে খুন কেন হচ্ছেন?”
উল্লেখ্য, অন্যদিকে আবার রাজ্য জুড়ে চলছে NRC আতঙ্ক। এর প্রভাবে অনেকেই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই সাত জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘অপপ্রচারে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করবেন না।’ মঙ্গলবার ফের একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন, ‘বাংলায় কোনও NRC হবে না। কোনও মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না।’
NRC-র ইস্যুতে কেন্দ্রীয় শাসকদলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মাটিকে ভয় দেখানো যায় না। জব্দ করা যায় না।’ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা NPR নিয়েও আতঙ্কিত হতে মানা করেন মুখ্যমন্ত্রী। জানান, ‘প্রতি ১০ বছরই জনগণনা হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই।’
সম্প্রতি রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী কে রাজ্যে দেউচা পাঁচামি কয়লাখনির উদ্বোধনে আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা পর্ব চলার পর মমতা বেরিয়ে এসে বলেছিলেন, “NRC অসমের বিষয়।”