মুকুল রায়ের বিরুদ্ধে বড় অ্যাকশন শুভেন্দুর! জোর ফ্যাসাদে পড়তে পারেন ‘দলবদলু’

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন শাসকদলে থেকে হঠাৎই ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায় (Mukul Roy)। তারপর ফের দল বদলে ২০২১ সালে তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি। ঘাসফুলে ফিরে এলেও সেই সময় থেকে রাজনীতিতে খুব একটা সক্রিয় থাকতে দেখা যায়নি বর্ষীয়ান এই নেতাকে। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন। তবে বহুদিন বাদে বঙ্গ-রাজনীতিতে ফের উঠে এলো মুকুল রায় প্রসঙ্গ। কারণ কী?

বিজেপি (BJP) থেকে বিধায়কের (MLA) আসন পান মুকুল। এরপর যোগ দেন তৃণমূলে (TMC)। তবে বিধায়ক পদ ছাড়েননি তিনি। এই নিয়েই দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সেই সময় স্পিকার জানিয়েছিলেন বিজেপিতেই আছেন মুকুল রায়। এরপর স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

   

কিন্তু, সেই মামলা গ্রহণ করেনি শীর্ষ আদালত। উল্টে বিরোধী দলনেতাকে ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্টের যাওয়ার নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশ অনুযায়ী, সোমবার এই নিয়ে কলকাতা হাই কোর্টের (High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে আবেদন জানালেন বিরোধী দলনেতা।

শুভেন্দুর আইনজীবী এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তবে ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠায়। বিচারপতি জানান, সিঙ্গল বেঞ্চ থেকে মামলাটি ‘রিলিজ’ হওয়ার পর ডিভিশন বেঞ্চ শুনবে।

suvendu, highcourt

প্রসঙ্গত, বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলে ফিরে যাওয়ার পর মুকুল রায় বিজেপির নাকি তৃণমূল কংগ্রেসের?‌ এই প্রশ্নই উঠতে থাকে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়। বিজেপির টিকিটে একুশের নির্বাচনে জয়ী হন। পরে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হওয়ার পর তৃণমূল ভবনে একবার গিয়েছিলেন নেতা।

২০২২ সালেই এই নিয়ে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি জানান শুভেন্দু অধিকারী। তবে সেইসময় শুভেন্দু অধিকারীর করা অভিযোগ খারিজ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুকুল রায় বিজেপিতেই আছেন। সেকারণে নেতার বিধায়ক পদ বহাল ছিল। তবে এবার এই একই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর