বহু তৃণমূল বিধায়কের রং বদল! মমতা কে কটাক্ষ করলেন মুকুল রায়

 

বাংলা হান্ট ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দলের কাউন্সিলরদের কর্মশালায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুরি করে ধরা পড়লেই অন্য দলে চলে যাচ্ছেন। এখনই চলে যান যাঁদের যাওয়ার। তবে মনে রাখবেন দল ছেড়ে দিলেও বাঁচতে কিন্তু পারবেন না।” মমতার সভার কিছুক্ষণ পরই মুকুল রায় তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিলেন আরও একটা পুরসভা। তাঁর কটাক্ষ, ‘আস্ত আস্তে যোগদান করাচ্ছি, যাতে মমতার ব্যাথা কম লাগে।’

 

দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে বনগাঁ পুরসভার ১২জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। এরইসঙ্গে বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস করলেন দলবদল। ২২টি ওয়ার্ড রয়েছে বনগাঁ পুরসভায়। এর মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ১৯টি ওয়ার্ড। নির্দল, সিপিএম ও কংগ্রেসের কাউন্সিলর রয়েছে বাকি তিনটিতে।

b293e img 20190618 wa0026

কিন্তু এদিন ১২ জন কাউন্সিলর রংবদল করে BJP তে যোগ দেওয়ায় বিজেপি কার্যত দখল করল বনগাঁ পুরসভা। একই সঙ্গে এক গতানুগতিক পথে বেড়েই চলেছে বিজেপির বিধায়ক সংখ্যা।

সম্পর্কিত খবর