বাংলা হান্ট ডেস্কঃ বেশকিছু দিন ধরে বাংলায় জল্পনা চলছে যে মুকুল রায় (Mukul Roy) বিজেপি ত্যাগ করতে পারেন। এমনকি তিনি তাঁর পুরনো দল তৃণমূলে (All India Trinamool Congress) ফেরত যেতে পারেন। আর এই জন্যই নাকি তিনি এখন বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছেন। এমনকি দিল্লীতে বিজেপির বৈঠকে হাজির না থাকা নিয়েও ওনাকে নিয়ে জোর জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। এবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। আজ দিল্লী থেকে ফেরত এসে তিনি সংবাদ মাধ্যমকে জানান যে, মিডিয়া তিল থেকে তাল করছে।
মুকুল রায় জানান, বিজেপির মিটিংয়ে আমার উপস্থিত না থাকার কোন প্রশ্নই নেই, মিডিয়া ইচ্ছে করে জল মিশিয়ে খবর পরিবেষণ করছে। উনি জানান, ওনার চোখের রেটিনার একটি ইনজেকশনের জন্য দিল্লীর মিটিং ছেড়ে চলে এসেছেন। তিনি এও জানান যে, এই ঘটনা নিয়ে মিডিয়া ইচ্ছে করে জল্পনা বাড়াচ্ছে। যদিও এটা নিয়ে কোন জল্পনা নেই, সম্পূর্ণটাই মিডিয়ার রটনা।
দিলীপ ঘোষের ওনাকে অনুপস্থিতি নিয়ে করার মন্তব্যের প্রশ্নে তিনি বলেন, দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটাকেও বিকৃত করছে মিডিয়া। উনি বলেন, দিলীপ বাবু বলেছেন করোনার কারণে আমাদের রাজনীতির কার্যক্রম একটু শিথিল হয়েছে। উনি খারাপ কিছু বলেন নি, আপনারা সেটিকে বড় করে দেখাচ্ছেন। আপনারা আপনাদের মতন করে খবর বানাচ্ছেন। এর মধ্যে কোন জল্পনা নেই।
আগামী বিধানসভার প্রস্তুতি নিয়ে উনি বলেন, দল আগামী বিধানসভা জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। উনি আবারও পরিস্কার করে মিডিয়াকে জানিয়ে দেন যে, বিজেপির মিটিংয় অ্যাটেন্ড না করার কোন প্রশ্নই নেই, আপনারা এটিকে জল্পনা বলছেন। আর এটি জল্পনাও না, এটি আপনাদের রটনা।