বাংলা হান্ট ডেস্ক: বুধবার দিঘায় মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়, বললেন, ‘ভণ্ডামি করে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে পারবেন না। চিত্রনাট্য অনুসারে সাজানো মিথ্যা কর্মকাণ্ড আপনার মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে পারবেন না।’
Sometimes the little joys in life can make us happy. Making and sharing some nice tea (cha/chai) is one of them. Today, in Duttapur, Digha | কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুরে। #Bangla pic.twitter.com/cC1Bo0GuYy
— Mamata Banerjee (@MamataOfficial) August 21, 2019
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার কছেই দত্তপুর গ্রামে জনসংযোগে যান। সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনে। এরপর ছোট্ট চায়ের দোকানে ঢুকলেন তিনি শুধু তাই নয় সেখানে গিয়ে নিজের হাতে চা’ও বানান মমতা। সেই চা পরিবেশনও করেন তিনি। এই পুরো ঘটনার ভিডিও টুইট করেছেন তৃণমূল সুপ্রিমো নিজেই। সঙ্গে তিনি লিখেছেন, ‘কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুর।’
তৃণমূল নেত্রীর এমন বাংলা লেখার ধরণ দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। মুখ্যমন্ত্রীর এই টুইট নিয়ে সমালোচনার মুকুট চড়িয়েছেন তারই এক সময় কার ডানহাত মুকুল রায়। বৃহস্পতিবার তিনি মমতা এই টুইটের প্রত্যুত্তরে লেখেন, ‘মুখ্যমন্ত্রীর পদ আপনি এই সাজানো ভণ্ডামি করে বাঁচাতে পারবেন না। আপনি বর্বরতা করেছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সঙ্গে। সেখানে আপনার গুন্ডারা নৃশংস ভাবে খুন করেছে ১০০-র বেশি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের।’