মুকুল তুমি কার! কৃষ্ণনগর উত্তরের বিধায়ক এখনও বিজেপিতেই, জানালেন বিধানসভার স্পিকার

বাংলাহান্ট ডেস্ক : মুকুল রায় কখন কোন দলে আছেন তা মনে করতে গেলে মাথা চুলকে ভাবতে হবে বৈকি। কখনো তিনি পদ্মে কখনই বা ঘাস ফুলে লুকিয়ে আছেন তা বোঝা বড়ই দুষ্কর। তিনি প্রচার করছেন তৃণমূলের হয়ে। কিন্তু খাতায় কলমে বিজেপির বিধায়ক। আর এরই মধ্যে মুকুল রায়ের দলত্যাগের অভিযোগ ফের খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ বুধবার মুকুল-মামলার রায় দিতে গিয়ে তিনি বলেন যে মুকুল রায় এখনও সরকারি ভাবে বিজেপিরই বিধায়ক ৷ ফলে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে যে বিতর্ক চলছিল, তা কোনও সমাধাম হলো না এখনও।

২০২১-এর বিধানসভা নির্বাচনে মুকুল রায় জিতেছিলেন বিজেপির প্রার্থী হয়ে। ভোটের ফল প্রকাশের কয়েকদিনের পরেই তিনি তৃণমূল ভবনে গিয়ে যোগ দেন তৃণমূল শিবিরে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্যেপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ জমা পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ প্রথম দফায় এই বিষয় নিয়ে মোট ১২টি শুনানি করেন অধ্যক্ষ ৷ তারপরই মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তিনি ৷

এরপর মামলা যায় আদালতে৷ প্রথমে কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। শীর্ষ আদালতের পক্ষ থেকে আবারও এই বিষয়ে শুনানি করতে অধ্যক্ষকে অনুরোধ করা হয়৷ সেই অনুযায়ী দ্বিতীয় দফায় মোট আটটি শুনানি হয়৷ তারপর বুধবার রায় দান করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ৷ এবারও মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলেই উল্লেখ করেন তিনি। অধ্যক্ষ জানিয়েছেন, মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন। কারণ সরকারি ভাবে তিনি এখনও তার বিধায়ক পদ খারিজ করেন নি।

মুকুল রায়ের বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। এদিন রায়দানের সময় শুভেন্দুর আইনজীবী উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন মুকুল রায়ের আইনজীবী। তবে এই প্রথম নয়। এই বিষয় নিয়ে এর আগেও মামলা হয়েছে আদালতে৷ ভবিষ্যতে আবারও মামলা হতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপির পক্ষ থেকে।


Sudipto

সম্পর্কিত খবর