আচমকাই PAC চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়! কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে পাবলিক অ্যাকউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ৯জুলাই ২০২১ সালে এই পদে বসেন তিনি। তারপর থেকে বহুবার মুকুল রায়ের এই পদে বসা নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। এবার নিজেই এই পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়

 

mukul tmc bjp

জানা যাচ্ছে, গত শুক্রবার বিধানসভায় প্রস্তাব পাশ হয় যে পিএসির চেয়ারম্যান হিসেবে মেয়াদ আরও বাড়ান হবে মুকুল রায়ের। কিন্তু হঠাৎই মুকুল রায়ের সিদ্ধান্তে হতবাক সকলে। সোমবারই পদত্যাগ করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

পিএসির চেয়ারম্যানের কাজ কী?

গত বছর জুলাই মাস থেকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে সৃষ্টি হয়েছল একাধিক বিতর্ক। সাধারণত পিএসির চেয়ারম্যান হন বিরোধী দলের কেউ। কারন পিএসির কাজই হলো সরকারের বাজেটের যাবতীয় খুঁটিনাটি দেখা। সমস্ত টাকা জনগণের কল্যাণেই ব্যবহার হচ্ছে কিনা তা লক্ষ্য রাখা। কিন্তু সরকার পক্ষের কোনও ব্যক্তি পিএসির চেয়ারম্যান হলে, তিনি তো আর সরকারের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। তাই পিএসির চেয়ারম্যান নির্বাচন বিরোধী দল থেকে করাই দস্তুর।

Untitled design 2022 06 27T180433.011

মুকুল তুমি কার?

মুকুল রায়কে তৃণমুল পিএসির চেয়ারম্যান পদে বসান। কিন্তু মুকুল ততদিনক সবুজ শিবিরে নাম লিখেয়েছেন। তাই মুকুল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন অভিযোগ করে গেরুয়ায় শিবির তাঁর নামে আপত্তি জানায়। কিন্তু, মজার বিষয় হলো মুকুল রায় কোনও দিনই বিজেপির বিধায়ক পদ ত্যাগই করেননি। তাই সংবিধান অনুসারে বিজেপির অভিযোগ ধোপে টেকেনি। এ নিয়ে তো বটেই, দলত্যাগ বিরোধী আইনেও মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা নিয়ে বিজেপি আদালতে যায়। সেই মামলাও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে দু’বার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হয়। তিনি দীর্ঘ শুনানির পর দু’বারই জানান, মুকুল রায় যে দল বদল করেছেন তার তো লিখিত কোনও প্রমাণ নেই। অর্থাৎ, মুকুলবাবু কৃষ্ণনগর উত্তরের বিজেপিরই বিধায়ক। অর্থাৎ মুকুল রায় প্রচার করেন তৃণমূলের হয়ে, গলায় উত্তরীয় ঝোলান তৃণমূলের, কিন্তু তিনি সরকারি ভাবে আছেন বিজেপিতেই। শুধু আছেন নয়, বহাল তবিয়তে সামলাচ্ছেন বিধায়ক পদও। সেই তিনিই এদিন ইস্তফা দিলেন পিএসি থেকে।

এখন প্রশ্ন হলো মুকুল রায়ের ইস্তফা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন কিনা। করলে পরবর্তী পিএসি চেয়ারম্যানের দায়িত্ব কার উপর দেওয়া হবে সে বিষয়েও আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের।

Sudipto

সম্পর্কিত খবর