আজই জমা পড়তে পারে মনোনয়ন পত্র, পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে নিয়ে জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার দুপুরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (পিএসি) (pac chairman) পদে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন মুকুল রায় (mukul roy)। এই পদাধিকারী কে হবে, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। যদিও এই পদ বিরোধী দলের নেতৃত্বই পেয়ে থাকেন, আবার ব্যতিক্রমও দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে। তবে তৃণমূলে যোগ দিলেও, এখনও খাতায় কলমে বিজেপি বিধায়ক হিসেবেই রয়েছেন মুকুল রায়, আর সেই বিষয়কে কাজে লাগিয়ে মুকুলের দিকে কিছুটা পাল্লা ভারী করেছে সবুজ শিবির।

এদিকে আবার, বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ রা জুলাই থেকে, চলবে ৭ ই জুলাই অবধি। তার আগেই আবার বিধানসভার চার গুরুত্বপূর্ণ কমিটি নির্বাচিত হবে ২৮ শে জুন। সবকিছুরই মনোনয়ন আজই জমা পড়তে পারে বলে সূত্রের খবর।

tmc bjp fb 4

যদিও পিএসি চেয়ারম্যান হিসেবে বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ীর (Ashok Lahiri) নাম প্রস্তাব করা হয়েছিল। তবে শাসক দল সেই পদে মুকুল রায়কে বসানোরই তোরজোড় শুরু করে দিয়েছে। অন্যদিকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আগের বিরোধী বাম-কংগ্রেসকে বিজেপির সঙ্গে গুলিয়ে ফেললে বড় ভুল করবে রাজ্য সরকার’।

তবে সূত্রের খবর, বুধবার দুপুর ৩ টের মধ্যে পিএসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দেবেন মুকুল রায়। এই কাজ করার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র বা সইসাবুদের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। এখন বিজেপি কি করে এসেটাই দেখার। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর