বলিউডের শনির দশা, ফ্লপের ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল আমির-করনের একগুচ্ছ হিন্দি ছবির শুটিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অত‍্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলিউড (Bollywood)। অন্তত এতদিন পর্যন্ত ছিল। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দর্শকরা বয়কট করেছে বলিউডকে। যে হিন্দি সিনেমাই মুক্তি পাক না কেন, জোট বেঁধে বাতিল করছেন তারা। সুপারস্টারদের আর আগের রমরমা নেই। ধুঁকছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। পরিস্থিতি এখন এমন হয়েছে যে একাধিক ছবির শুটিং মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে।

আমির খানের বিগ বাজেট ছবি ‘লাল সিং চাড্ডা’ চূড়ান্ত ফ্লপ হওয়ার পর বুকে ভয় ধরে গিয়েছে পরিচালক প্রযোজদের। বেশ কয়েকটি হিন্দি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লপের লাইন দেখে বন্ধ করে দেওয়া হয়েছে ছবিগুলি। এক নজরে দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন নাম-


স্ক্রু ঢিলা– করন জোহরের প্রযোজনায় এবং শশাঙ্ক খৈতানের পরিচালনায় ছবিটিতে অভিনয়ের কথা ছিল টাইগার শ্রফের। কিন্তু তিনি যে হারে ফ্লপের পর ফ্লপ দিয়ে চলেছেন তাতে বন্ধ করে দেওয়া হয়েছে ছবিটি।

তখত এবং শুদ্ধি– করন জোহরের আরো আগে ঘোষনা করা দুটি ছবির এখনো কোনো খবর নেই। একাধিক তারকাকে দেখার কথা ছিল তখতে। অন‍্যদিকে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের অভিনয় করার কথা ছিল শুদ্ধিতে। কিন্তু কোনো ছবিরই কোনো খবর পাওয়া যায়নি।


মুঘল– টি সিরিজের প্রতিষ্ঠাতা ভূষণ কুমারের বায়োপিক এই ছবি। পরিচালক সুভাষ কাপুরের এই ছবিতে অভিনয় করার কথা ছিল আমির খানের। কিন্তু লাল সিং চাড্ডার অবস্থা দেখে আর এগোতে সাহস করছেন না কেউ।

দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা– ভিকি কৌশলের এই ছবি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর বলছে, ছবিটির শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। প্রযোজক রনি স্ক্রুওয়ালা নাকি ছবিটি থেকে হাত তুলে নিয়েছেন।


ইনশাল্লাহ– সঞ্জয় লীলা বনশালির ইনশাল্লাহ হওয়ার কথা ছিল সলমন খান ও আলিয়া ভাটকে নিয়ে। কিন্তু সলমনের সঙ্গে বিবাদের জেরে বন্ধ হয়ে যায় ছবিটি। এরপর একাধিক অভিনেতার সঙ্গে কথা বললেও শুটিং শুরু হয়নি ছবির।

সম্পর্কিত খবর

X