পরপর ঢুকলো অ্যাম্বুলেন্স, প্রথমে কীর্তি, তারপর মদন-শতাব্দী, শহিদ দিবসে চাঞ্চল্যকর ঘটনা

Published on:

Published on:

Multiple leaders fall ill during Trinamool Congress Shahid Diwas event

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে চলছিল ভাষণ। ঠিক তখনই ঘটে গেল একের পর এক অস্বস্তিকর ঘটনা। সভা মঞ্চে বক্তৃতা শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মাইক হাতে মঞ্চে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক সেই সময়েই চমকে উঠল গোটা সভাস্থল। হঠাৎ করেই অচৈতন্য হয়ে পড়লেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হন সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। পরে আরও একাধিক নেতা অসুস্থ হয়ে পড়েন।

মঞ্চে ভাষণ শেষ, সঙ্গে সঙ্গেই অচৈতন্য সাংসদ

সভা শুরু থেকেই ছিল প্রচণ্ড গরম। আর্দ্রতা ছিল ৯৬ শতাংশেরও বেশি। তীব্র রোদে এমনিতেই ছিল অসহনীয় পরিবেশ। অভিষেকের বক্তৃতা শেষ হতেই মমতা মঞ্চে উঠেছেন, আর ঠিক তখনই দেখা যায়, কীর্তি আজাদ একেবারে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তাঁর সঙ্গে যান সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

শতাব্দী-মদনও অসুস্থ, অ্যাম্বুলেন্স ঢুকছে একের পর এক

এই ঘটনার কিছু পরেই সভাস্থল ছাড়েন শতাব্দী রায়। বাইরে এসে জানান, তিনি খুবই অসুস্থ বোধ করছেন। কিছুক্ষণের মধ্যেই মদন মিত্রকেও (Madan Mitra) অসুস্থ অবস্থায় দেখা যায়। শ্বাসকষ্ট হচ্ছিল মদন মিত্রের। একে একে আরও কয়েকজন অসুস্থ হতে থাকেন। সভাস্থলে পরপর অ্যাম্বুলেন্স ঢুকতে শুরু করে। বেশ কিছু দর্শক ও দলীয় কর্মীকেও চিকিৎসা দিতে হয়েছে।

Multiple leaders fall ill during Trinamool Congress Shahid Diwas event

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে চরম বার্তা, একসাথে গর্জে উঠলেন মমতা-অভিষেক

এই দিন সকাল থেকেই কলকাতায় ছিল তীব্র গরম। ঘাম ঝরানো রোদ আর আর্দ্রতা মিলে রাজনীতির উত্তাপকে যেন আরও বাড়িয়ে তোলে। শহিদ দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনেও নেতানেত্রীরা এমনভাবে অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। তবে তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পুরো অনুষ্ঠান স্থগিত করা হয়নি। নেত্রী নিজেই বারবার কর্মীদের সাবধানে থাকতে বলেন।