LPG-র দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট-UPI, ১ অক্টোবর থেকে একাধিক ক্ষেত্রে পরিবর্তন, জানুন

Published on:

Published on:

Multiple Rules Change to be implemented from October 1 2025.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বরের একদম শেষপ্রান্তে উপস্থিত হয়েছি আমরা। এরপরেই শুরু হতে চলেছে চলতি বছরের দশম মাস অর্থাৎ অক্টোবর। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন (Rules Change) কার্যকর হতে চলেছে। এই নিয়মগুলির পরিবর্তনের জেরে LPG দামের পরিবর্তনের সম্ভাবনার পাশাপাশি ট্রেন যাত্রীদের, মোবাইল থেকে পেমেন্ট করেন এমন ব্যক্তি বা পেনশনে বিনিয়োগকারী কিংবা অনলাইন গেমিং খেলা প্রত্যেকের ওপর প্রভাব পড়বে। এমতাবস্থায়, এই নিয়মগুলি সম্পর্কে প্রত্যেকেরই জানা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

১ অক্টোবর থেকে একাধিক নিয়মে (Rules Change) পরিবর্তন:

১. LPG-র দামে পরিবর্তনের সম্ভাবনা: প্রথমেই জানিয়ে রাখি যে, প্রত্যেক মাসের শুরুতেই LPG-র দামে কোনও পরিবর্তন (Rules Change) ঘটছে কিনা সেদিকে সবার নজর থাকে। গত কয়েক মাসে তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম পরিবর্তন করলেও ১৪ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দামে দীর্ঘকয়েক মাস ধরে কোনও পরিবর্তন পরিলক্ষিত হয়নি। তবে, উৎসবের মরশুমে এই দামে পরিবর্তন হলে তা প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে সাধারণ মানুষকে। জানিয়ে রাখি যে, ২০২৫-এর ৮ এপ্রিল ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়। তারপর থেকেই এই দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে, ATF, CNG-PNG-র দামেও পরিবর্তন ঘটতে পারে।

২. ট্রেনের টিকিট বুকিং নিয়ম আরও কঠোর করা হচ্ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এবার ট্রেনের টিকিট বুকিং ব্যবস্থা আরও কঠোর (Rules Change) হতে চলেছে। গম ১ অক্টোবর, ২০২৫ থেকে, IRCTC-তে টিকিট বুকিংয়ের প্রথম ১৫ মিনিট কেবলমাত্র সেই যাত্রীদের জন্য উপলব্ধ থাকবে যাঁদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত রয়েছে সম্পূর্ণরূপে ভেরিফাই করা হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীরা উপকৃত হবেন এবং দালাল বা এজেন্টদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে।

Multiple Rules Change to be implemented from October 1 2025.

৩. অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে নিয়ম কঠোর করা হচ্ছে: সরকার এবার অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির ওপর আরও কঠোর অবস্থান (Rules Change) গ্রহণ করেছে। নতুন নিয়ম ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়েছে। এই নিয়ম খেলোয়াড়দের জালিয়াতি এবং কেলেঙ্কারি থেকে রক্ষা করার জন্য কোম্পানিগুলির ওপর কঠোর নজরদারি স্থাপন করবে। এর পাশাপাশি, অনলাইন গেমিং আরও নিরাপদ এবং স্বচ্ছ হয়ে উঠবে।

আরও পড়ুন: সমগ্র মাস জুড়ে উৎসবের মরশুম! অক্টোবরে ২১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির তালিকা

৪. NPS-এ নতুন সিস্টেম, পেনশন স্কিমে বড় পরিবর্তন: জানিয়ে রাখি যে, ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ NPS-কে আরও নমনীয় করার জন্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথোরিটি তথা PFRDA বড় পদক্ষেপ গ্রহণ করেছে। এই সংক্রান্ত নতুন নিয়মগুলি আগামী ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হবে। মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক (MSF) নামে পরিচিত এই স্কিমটি বেসরকারি সেক্টরের কর্মচারী, কর্পোরেট প্রফেশনাল এবং গিগ কর্মীদের একটি একটি প্যান নম্বর ব্যবহার করে একাধিক স্কিমে বিনিয়োগ করার অনুমতি দেবে।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনালের আগে “হাওয়া গরম”, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের PCB-র

৫. একটি প্যান কার্ড দিয়ে একাধিক স্কিমে বিনিয়োগ করা: এখনও পর্যন্ত, NPS-এর নিয়ম ছিল যে একজন বিনিয়োগকারী তাঁর প্যান নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি স্কিমে বিনিয়োগ করতে পারতেন। এর মানে হল যে, একবা একটি স্কিম নির্বাচন করলে, সেই স্কিমেই সীমাবদ্ধ থাকতে হত। কিন্তু নতুন নিয়মের অধীনে, এখন একক প্যান মারফত একাধিক স্কিমে বিনিয়োগ করা যাবে। অর্থাৎ, এখন থেকে মানুষ তাঁদের সুবিধা এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার ওপর ভিত্তি করে বিভিন্ন স্কিম বেছে নিতে পারবেন।

৬. UPI-র ক্ষেত্রেও পরিবর্তন: জানিয়ে রাখি যে, আপনি যদি Google Pay বা PhonePe তে “Request Money” বৈশিষ্ট্যটি ব্যবহার করে থাকেন। তাহলে এই বৈশিষ্ট্যটি (Rules Change) আর উপলব্ধ থাকবে না। NPCI “Collect Request” অর্থাৎ Pull Transaction বৈশিষ্ট্যটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হল ব্যবহারকারীদের অনলাইন জালিয়াতি এবং ফিশিং থেকে রক্ষা করা। যাতে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ হয়।