মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী জাকিউর রহমানকে মাসিক খরচ করার অনুমতি পাইয়ে দিল পাকিস্তান!

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্র সংঘের সুরক্ষা পরিষদের (UNSC) ১২৬৭ নিষিদ্ধ সমিতি মুম্বাই হামলার (Mumbai Attack) ষড়যন্ত্রকারী তথা লস্করের (Lashkar-e-Taiba) কম্যান্ডার জাকিউর রহমান লখভিকে (Zakiur Rehman Lakhvi) ১.৫ লক্ষ টাকা মাসিক খরচের মঞ্জুরি দিয়েছে। UNSC এর সন্ত্রাসবাদ রোধী কমিটি ইমরান খান সরকার দ্বারা প্যানেলের সাথে যোগাযোগ করার পর এই অনুমতি দেওয়া হয়েছে।

কমিটি পাকিস্তানি পরমাণু ইঞ্জিনিয়ার মেহমুদ সুলতান বাহারুদ্দিন আর সংযুক্ত রাষ্ট্র দ্বারা সূচিবদ্ধ সংস্থা উম্মাদ তামির-এ-নাউ এর সংস্থাপক তথা ডিরেক্টরকে মাসিক খরচের জন্য পাকিস্তানের আবেদনকে স্বীকৃতি দিয়েছে। জানিয়ে দিই, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এর অপারেশন কম্যান্ডার লখভিকে মুম্বাই হামলার পর ২০০৮ সালে UNSC এর প্রস্তাবে রাষ্ট্র সংঘ বৈশ্বিক জঙ্গির তালিকায় ফেলেছিল।

এই জঙ্গির কারণে মুম্বাইয়ে হামলা হয়েছিল। এই হামলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এর ১০ জন জঙ্গি প্রচুর হাতিয়ার নিয়ে ভারতে প্রবেশ করে আর মুম্বাইয়ের তিন জায়গায় হামলা করে। এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল আর ৩০০ জন আহত হয়েছিল। প্রায় ছয় বছর জেলে কয়েদ থাকার পর ২০১৫ এর এপ্রিল মাসে লস্করের অপারেশন কম্যান্ডার লখভিকে পাকিস্তানের জেল থেকে মুক্ত করা হয়।

সুরক্ষা কাউন্সিলের রেজোলিউশন অনুসারে, সমস্ত দেশের পক্ষে মনোনীত ব্যক্তিদের তহবিল এবং অন্যান্য আর্থিক সম্পদ বা অর্থনৈতিক সম্পদ বাজেয়াপ্ত করা জরুরি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর