প্রকাশ্য রাস্তাতেই ঘুষ নিচ্ছে পুলিশ, ভাইরাল ভিডিও দেখে রেগে লাল নেটপাড়া

viral video : পুলিশ হোক বা ট্র‍্যাফিক পুলিশ নেট দুনিয়া বারবার ভাইরাল ভিডিও এর দৌলতে দেখেছে তাদের অমানবিক মুখ। এবার নেট দুনিয়ায় ফের ভাইরাল হলো পুলিশের ঘুষ নেওয়ার ছবি। যা ঘিরে রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়।

IMG 20201211 173129

পুলিশ কনস্টেবলকে ঘুষ নেওয়ার ভিডিওটি আজকাল সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কনস্টেবল একটি চায়ের দোকানে দাঁড়িয়ে আছেন এবং একজন ব্যক্তি তাকে টাকা দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কোনও কর্মকর্তা পুলিশকে কিছু বলতে বাধা দিচ্ছেন না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ এর নসরুল্লাগঞ্জ উপজেলা গোপালপুর থানা এলাকায়।

সুকরাওয়াস থেকে খালি ট্র্যাক্টর ট্রলি নিয়ে আসা ব্যক্তিটিকে গোপালপুর থানায় কনস্টেবল রবীন্দ্র মেহরা থামায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তিকে মেহরাকে কিছু টাকা দিতে দেখা যায় । এক গ্রামবাসীর ক্যামেরাতে ধারন করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মেহরা ও যুবক একটি চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছেন যুবক কনস্টেবলকে টাকা দিচ্ছেন। যুবকের নাম ব্রিজেশ মীনা বলে জানা গিয়েছে।

অবৈধ বালি পাচার মামলায় জড়িত হওয়ার হুমকি প্রসঙ্গে ব্রিজেশ জানান, কিছুদিন আগে তিনি ট্র্যাক্টর করে সুকরাবাসে আসছিলেন। সেই সময়ে গোপালপুর থানায় নিযুক্ত কনস্টেবল রবীন্দ্র মেহরা আমাকে থামিয়ে দিয়েছিলেন এবং বলেন যে ১৫ হাজার টাকা না দিলে আপনি আমাকে অবৈধ বালি পাচার মামলায় জড়িয়ে দেবেন। বাধ্য হয়ে আমাকে ঘুষ দিতে হয়েছিল। ভিডিও টি প্রকাশ্যে আসতেই  তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে পুলিশের বিরুদ্ধে তৈরি হয়েছে গণরোষ

 

সম্পর্কিত খবর