উদ্বোধনী ম্যাচে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স, দেখুন মুম্বাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল (IPL)। আগামী 9 ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল। আইপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে কারণ প্রায় দু’বছর পর দেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে।

এবার আইপিএলের অন্যতম শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত কয়েক বছরে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাপক সফলতা পেয়েছে আইপিএলে। মুম্বাই ইন্ডিয়ান্সই আইপিএল ইতিহাসের একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে। গতবছর দুবাইয়ের মাটিতেও আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। তাই এই বছর উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে মুম্বাই।

এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্য কুমার যাদব, ঈশান কিশান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রহুল চাহার, ট্রেন্ট বোল্ট, নাথান কুলটার নাইল, জাসপ্রিত বুমরাহ।

সম্পর্কিত খবর

X