করোনা বিধ্বস্ত মুম্বাইয়ে চালু হল লোকাল ট্রেন, অনুমতি নেই অন্য রাজ্যে যাতায়াতের

বাংলাহান্ট ডেস্কঃ বাণিজ্য নগরী মুম্বাইয়ে চালু হতে চলেছে লোকাল ট্রেন। মহারাষ্ট্র ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম। মারাঠা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে এবং প্রতি ঘন্টায় 98 টি মৃত্যুর ঘটনা রয়েছে। ইতিমধ্যেই সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হলেও মুম্বাই শহরে ফিরতে চলেছে লোকাল ট্রেন। এমনটাই খবর রেল সূত্রে।

rail 3

মুম্বাইয়ে এই সপ্তাহের প্রথম থেকেই ট্র্যাকের দিকে যাওয়ায় কেন্দ্রীয় রেল মঙ্গলবার থেকে কেবল প্রয়োজনীয় পরিষেবাতে নিযুক্ত রেলকর্মীদের জন্য লোকাল ট্রেন চালু করেছে।

এছাড়া, বৃহস্পতিবার জারি করা এক নির্দেশে ভারতীয় রেল জানিয়েছে যে মহারাষ্ট্রে ১ জুন থেকে চলার জন্য নির্ধারিত বিশেষ ট্রেনের সমস্ত টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং যাত্রীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

পাশাপাশি, পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রের মধ্যে আন্তঃরাজ্য বুকিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না।

রেলের তরফ থেকে জানানো হয়েছে মহারাষ্ট্র থেকে কোনও যাত্রী রাজ্যের বাইরে নামতে পারবে না। উদাহরণস্বরূপ, মুম্বই থেকে কানপুরগামী কোনও ট্রেন যদি নাসিক হয়ে যায় তবে মহারাষ্ট্রের কোনও স্টেশন থেকে ট্রেনে চড়ে আসা কোনও যাত্রী রাজ্যের সীমানায় সীমানা ছাড়তে পারবেন না। তবে, কোনও যাত্রী নাসিক থেকে ট্রেনে চড়ে রাজ্যের বাইরে ভ্রমণ করতে পারবেন বলে মুখপাত্র জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর