সুশান্ত সিং রাজপুত মামলা: কঙ্গনাকে জেরার জন‍্য তলব করে চিঠি পাঠাল মুম্বই পুলিস

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু তদন্তে নয়া মোড়। অবশেষে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন‍্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat) তলব করল মুম্বই পুলিস। শুক্রবারই জেরার জন‍্য ডেকে পাঠিয়ে অভিনেত্রীর মানালির বাড়িতে পুলিসের তরফে চিঠি গিয়েছে বলে খবর।
সুশান্ত মৃত‍্যু তদন্তে এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি ব‍্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ‍্যে সঞ্জয় লীলা বনশালি, আদিত‍্য চোপড়া, শেখর কাপুর সহ বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েট ব‍্যক্তিত্ব রয়েছেন। এর আগে কঙ্গনা দাবি করেছিলেন, তিনি পুলিসি জেরার জন‍্য তৈরি থাকলেও মুম্বই পুলিসের তরফে তাঁর সঙ্গে দ্বিতীয়বার যোগাযোগ করা হয়নি।

kangana ranaut cute traditional saree
এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মুম্বই পুলিস আমাকে বয়ান রেকর্ডের জন‍্য ডেকে পাঠিয়েছিল। আমি তাদের জানাই যে আমি এই মুহূর্তে মানালিতে আছি। তাই তাদের তরফে কেউ এসে কি আমার বয়ান রেকর্ড করতে পারেন। কিন্তু এখনও আমি কোনও উত্তর পাইনি।”
কঙ্গনা আরও বলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন‍্য সাধারন মানুষের কোনও সমস‍্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত‍্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”
পরিচালক মহেশ ভাট, পরিচালক তথা প্রযোজক করন জোহর, ফিল্ম সমালোচক রাজীব মসন্দের মতো ব‍্যক্তিদের কেন এখনও জেরার জন‍্য ডাকা হয়নি এই প্রশ্নও তোলেন কঙ্গনা।
উল্লেখ‍্য এই সাক্ষাৎকারের পরপরই প্রযোজক আদিত‍্য চোপড়া ও ফিল্ম সমালোচক রাজীব মসন্দকে জেরার জন‍্য ডেকে পাঠায় মুম্বই পুলিস। অবশেষে কঙ্গনার কাছেও গেল জেরার জন‍্য তলব করে পুলিসের চিঠি।


Niranjana Nag

সম্পর্কিত খবর