৩ মাস কেটে গেলেও প্রমাণ পায়নি মুম্বাই পুলিশ, অর্ণব গোস্বামীর কেসে পুলিশকে হুঁশিয়ারি দিল মুম্বাই হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ বড় ঝটকা পেল মহারাষ্ট্র সরকার। বুধবার মুম্বাই হাইকোর্ট (Mumbai Highcourt) জানায়- ৩ মাস হয়ে গেলেও টিআরপি কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর (Arnab Goswami) বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ খুঁজে পায়নি মুম্বাই পুলিশ (mumbai police)।

এই ঘটনার বিষয়ে বিচারপতি এসএস শিন্দে এবং বিচারপতি মণীশ পিটালের ডিভিশন বেঞ্চের অন্তব্য, ‘কোন ঘটনার তদন্ত বছরের পর বছর ধরে কখনই চলতে পারে না। একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র ও তদন্তকারী অফিসারদের থেমে যাওয়া উচিত। দায়িত্বজ্ঞান এবং নিরপেক্ষতার কথা মাথায় রেখে আমরা জানতে চাইব, আপনাদের এই তদন্ত আর কতদিন চলবে?

1604783027 1603220263 30arnab1

বিচারপতিরা আরও বলেন, ২০২০ সালের ৫ ই অক্টোবর থেকে ২০২১ সালের মার্চ অবধি একটা বিষয় নিয়ে জলঘোলা হয়েই চলেছে। গত ৩ মাস ধরে তদন্ত করার পরও মুম্বাই পুলিশের হাতে রিপাবলিক টিভির বিরুদ্ধে একটাও প্রমাণ নেই।

এই ঘটনায় মুম্বই হাইকোর্ট বেঞ্চ মুম্বাই পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলে- আপনারা যখন দ্রুত এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তখন আমাদের কাছে থাকা আরও প্রশ্নের উত্তর কি দিতে পারবেন আপনারা? আমরা কিন্তু সেসব শুনতে চাইব না- আপনারা কার নির্দেশ মেনে কাজ করছেন?

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর