সুশান্ত কান্ডে জড়িত মুম্বাই পুলিশ! আত্মহত্যার বয়ানে জোর করে সই করানোর মারাত্মক অভিযোগ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গত আড়াই মাসে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু রহস্য নানা দিকে বাঁক নিয়েছে। প্রতিটি মোড়েই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার আরো এক মারাত্মক অভিযোগ করলেন সুশান্তের পরিবারের আইনজীবী। তার দাবি জোর করে সুশান্তের আত্মহত্যার বয়ানে সই করানো হয়েছে। এমনকি সেটা পড়তেও দেওয়া হয় নি।

গত ১৪ জুন বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল মৃতদেহ। পোস্টমর্টেম রিপোর্ট বলছে অভিনেতা আত্মহন্তা হয়েছিলেন। যদিও এই তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়েছে সুশান্তের পরিবার। তাদের দাবি সুশান্তকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷

ইতিমধ্যেই এই মৃত্যু রহস্যের তদন্তের ভার নিয়েছে সিবিআই। রিয়া চক্রবর্তী ও পরিবারের সদস্য সহ একাধিক ব্যাক্তিকে চলছে ম্যারাথন জেরা। আর্থিক তছরুপের তদন্তের ভার নিয়ে ইডিও খতিয়ে দেখছে সুশান্তের টাকা কড়ির লেনদেন। মাদক যোগ খতিয়ে দেখছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরই মধ্যে আবার বোমা ফাটালেন সুশান্তের পরিবারের আইনজীবী। এবার অভিযোগের তীর মুম্বাই পুলিশের দিকে।

সাংবাদিক সম্মেলন করে বিকাশ সিং দাবি করেছেন, সুশান্ত কান্ডকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল মুম্বাই পুলিশ। মারাঠি ভাষায় আত্মহত্যার বয়ান লেখা হয়েছিল। যা নিয়ে আপত্তি ছিল সুশান্তের পরিবারের। সেই বয়ানে জোর করেই সই নেওয়া হয়েছিল মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য আর শুধু বলিউডে সীমাবদ্ধ নেই। এবার এই মৃত্যু রহস্যে জড়িয়ে পড়লেন এক জাতীয় স্তরের স্নুকার খেলোয়াড়। রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর সাথে তার ঘনিষ্ঠ যোগ মিলেছে।

সুশান্ত কান্ডে তদন্তের দ্বায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক ম্যারাথন জেরায় উঠে এসেছে একাধিক মোড়। এই কান্ডের সাথে মাদক যোগের কথা আগেই প্রকাশ পেয়েছে। যার জেরে ইতিমধ্যেই রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক, গৌরব আর্য, ম্যানেজার জয়া সাহা সহ অনেকের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

তদন্তে নেমে জানা গেছে, ঋষভ ঠক্কর নামের এই খেলোয়াড়ের সাথে মাদক সূত্রে যোগ ছিল রিয়া চক্রবর্তীর। রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে আসছে এই তথ্য। জানা যাচ্ছে, উদয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে রিয়া ও ঋষভ কাউকে মাদক আনতে বলেছেন। আর্থিক লেনদেনের ওপর তাকে টানা ৮ ঘন্টা জেরা করেছে ইডি।

X