সর্বাধিক ডিসলাইকের রেকর্ড ‘সড়ক ২’ ট্রেলারের, ভুয়ো লাইক-ডিসলাইকের মামলায় তদন্ত মুম্বই পুলিসের

বাংলাহান্ট ডেস্ক: মহেশ ভাট (mahesh bhatt) পরিচালিত ছবি ‘সড়ক ২’ (sadak 2) এর ট্রেলারে (trailer) সর্বাধিক ডিসলাইকের (dislike) রেকর্ড ও করন জোহর প্রযোজিত ‘গুঞ্জন সাক্সেনা: দ‍্য কার্গিল গার্ল’ ছবির IMDb তে মাত্র ৩.৮ রেটিং এর বিষয়ে এবার তদন্ত করতে পারে মুম্বই পুলিস। জানা গিয়েছে এই ছবিদুটি সম্প্রচারণের ওটিটি প্ল‍্যাটফর্ম এই প্রসঙ্গে ছবির নির্মাতাদের সঙ্গে পরামর্শ করেছে।
সম্প্রতি জনপ্রিয় গায়ক তথা র‍্যাপার বাদশা ভুয়ো লাইকের মামলায় মুম্বই পুলিসের কাছে স্বীকার করেছেন তাঁর একটি ভিডিওতে সর্বাধিক লাইকের রেকর্ড পাওয়ার জন‍্য লক্ষাধিক টাকা খরচ করেছেন। কিন্তু এই চক্রের মূল পান্ডার ঠিকানা এখনও অধরা মুম্বই পুলিসের কাছে।
সূত্রের খবর, হেভিওয়েট তারকাদের ভুয়ো লাইক ও রিটুইট পাইয়ে দেওয়ার মামলায় এখনও পর্যন্ত এমন এক ব‍্যক্তিকে পুলিস গ্রেফতার করেছে যার বিরুদ্ধে বেআইনি ভাবে নিজের ওয়েবসাইট থেকে সাত হাজারেরও বেশি মানুষকে ফলোয়ার বাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

sadak 2 trailer 1200
বুধবার মুক্তি পায় মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবির ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ডিসলাইকের সংখ‍্যা। সাইবার বিশেষজ্ঞদের বক্তব‍্য, এটা ‘Bot’ এর মাধ‍্যমেও করা সম্ভব। কারন কোনও ব‍্যক্তি যদি ট্রেলারটি না দেখেও লাইক বা ডিসলাইক করে তাহলেও ইউটিউবে তাঁর রেকর্ড থাকবে। এই ভুয়ো লাইক ডিসলাইকের মামলায় আর কতজন যুক্ত রয়েছে মুম্বই পুলিস এখন তারই খোঁজ চালাচ্ছে।
প্রসঙ্গত, বুধবার সড়ক ২ ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ‍্যাল মিডিয়ায় ওঠে আলিয়া ও মহেশ ভাটের ছবি বয়কটের ডাক। সেই সঙ্গে শুরু হয় ট্রেলার ডিসলাইক করার পালা। এখনও পর্যন্ত ট্রেলারে লাইকের সংখ‍্যা ২ লক্ষ ৩৯ হাজার ও ডিসলাইক পড়েছে ৪২ লক্ষ। সোশ‍্যাল মিডিয়ায় চলছে #BoycottBollywoodFilms।


Niranjana Nag

সম্পর্কিত খবর