বাংলা হান্ট ডেস্ক : মুম্বাইয়ের আভিজাত এলাকায় অবস্থিত শাহরুখের (Shah rukh Khan) প্রাসাদপ্রম বাড়ি ‘মন্নত’ (Mannat)। এই বাড়ি নিয়ে ফ্যান্টাসির শেষ নেই ভক্তমহলে। বলিউড (Bollywood) বাদশার দেখা পাওয়া যাক না যাক অন্তত মন্নতের সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলা মাস্ট। আর সেই মন্নতের সামনেই এবার মোতায়েন করা হয়েছে বড় সংখ্যার মুম্বই পুলিশ (Mumbai Police)। কিন্তু কেন?
চেনা মন্নতের অচেনা ছবি দেখে চিন্তায় ভক্তরাও। তবে কি বাদশার বাড়িতে কোনও অঘটন ঘটে গেল? অনুরাগীদের ভালবাসার বদলে মন্নতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছে এক সংগঠনের সদস্যরা। তার সাথে গোটা বাংলোকে ঘিরে ফেলেছে মুম্বাই পুলিশ। খবর চাউর হতেই হইচই পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।
জানা যাচ্ছে আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যদের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তাদেরকে সেখান থেকে সরাতেই হাজির হয়েছে পুলিশ। ইতিমধ্যেই ৪-৫ জনকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর। এখন প্রশ্ন হল, ঠিক কী কারণে শাহরুখের বিরুদ্ধে এই প্রতিবাদ আনটাচ ইউথ ফাউন্ডেশনের সদস্যদের।
আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই একটি অনলাইন গেমিং অ্যাপকে প্রোমোট করেছিলেন শাহরুখ। আর বিক্ষোভকারীদের দাবি, এই অ্যাপ তরুণ প্রজন্মকে দিকভ্রষ্ট করছে। কোনও সেলিব্রেটিরই এইধরনের অ্যাপ প্রোমোট করা উচিত নয়। শাহরুখের মত একজন এতবড় স্টার এই ধরণের অ্যাপ প্রোমোট করতে পারে বলে ভাবতেই পারেননি তারা। পাশাপাশি এই তরুণ সংগঠন আরও অন্যান্য গেমিং অ্যাপগুলির বিরুদ্ধেও বিক্ষোভ দেখাচ্ছে বলে খবর।
আরও পড়ুন : মাখোমাখো প্রেম শেষ! অর্জুনের পরিবারের উদ্দেশ্যে এবার বিশেষ পদক্ষেপ নিলেন অভিনেত্রী
আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট কৃষচন্দ্র আদালের কথায়, “নতুন প্রজন্ম এই ধরনের রামি গেমে ব্যস্ত হয়ে পড়ছে। কেউ যদি জঙ্গল রামির মতো গেম বাইরে খেলে তাকে গ্রেফতার করবে পুলিশ। কিন্তু, বলিউডের বড় বড় তারকারা এই ধরনের গেমকে প্রোমোট করছেন এবং নতুন প্রজন্মকে লক্ষ্যভ্রষ্ট করছেন। বলিউড তারকারাও জানেন এটি একেবারেই ঠিক নয়। আমরা এই সমস্ত তারকাদের সিনেমা দেখে তাদের আরও বড়লোক করে দিচ্ছি। এই ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ হোক এই দাবি জানাচ্ছি আমরা।”
আরও পড়ুন : ‘আমারটাকেই সামলাতে পারিনা’, মজা করতে গিয়ে গৌরীকে নিয়ে বেফাঁস মন্তব্য শাহরুখের!
এদিকে বিক্ষোভকারীদের সরানোর পরেও দুশ্চিন্তা কাটছেনা। আবারও যখন তখন বিক্ষোভ শুরু হতে পারে বলে ধারণা পুলিশের। কিং খানের সুরক্ষার কথা ভেবেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। যে কারণে কড়া পুলিশি প্রহরা জারি রাখা হয়েছে মন্নতের সামনে৷ এই ঘটনা প্রসঙ্গে SRK বা তার টিমের তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।