বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু মামলায় জোর তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। একদিকে যেমন তারা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে তেমনই অপরদিকে কুপার হাসপাতালে চিকিৎসক যারা অভিনেতার ময়না তদন্ত (postmortem) করেছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করছে।
AIIMS এর চার চিকিৎসকের একটি টিম গঠন করা হয়েছে সিবিআইয়ের তরফে যারা সুশান্তের ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে। কুপার হাসপাতালে হয় অভিনেতার ময়না তদন্ত। কিন্তু সেই রিপোর্টে মৃত্যুর সময় উল্লেখ করা হয়নি। মুম্বই পুলিস পরে চিকিৎসকদের থেকে অভিনেতার মৃত্যুর সময় জানতে চান। গত ৫ অগাস্ট তার উত্তর দিয়েছেন চিকিৎসকরা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ময়না তদন্তের ১০-১২ ঘন্টা আগে মৃত্যু হয়েছিল সুশান্তের। ময়না তদন্ত হয় ১৪ জুন রাত সাড়ে ১১টায়। কিন্তু এত রাতে তড়িঘড়ি ময়না তদন্তের কি প্রয়োজন ছিল? সিবিআইয়ের প্রশ্নের উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন মুম্বই পুলিসের নির্দেশেই এমনটা করেছিলেন তারা।
অপরদিকে সিবিআইয়ের একটি টিম সুশান্তের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজও জোগাড় করে ফেলেছে যা এই মামলায় রহস্যের জট কিছুটা হলেও খুলতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ফুটেজটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন এই ফুটেজের সঙ্গে কোনও রকম কাটছাঁট করা হয়েছে কিনা।
প্রসঙ্গত, এতদিন বাদে সুশান্তের এক প্রতিবেশী দাবি করেছেন, অভিনেতা সাধারনত ভোর ৪টের আগে ঘুমোতেন না। তাই তাঁর ঘরের আলোও জ্বলত প্রায় সারারাত। কিন্তু ১৩ তারিখ রাত ১০:৩০-১০:৪৫ এর মধ্যেই তাঁর ফ্ল্যাটের সমস্ত আলো নিভে যায়। শুধুমাত্র রান্নাঘরের আলো জ্বলছিল। অন্যদিন এমনটা হয় না। তবে সেদিন রাতে কোনও পার্টি হয়নি বলেই জানান অভিনেতার প্রতিবেশী।