বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং শ্রেয়স আইআরের দিল্লি ক্যাপিটালস। গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক শ্রেয়স আইআর।
#MumbaiIndians WIN #Dream11IPL 2020 pic.twitter.com/1zU6GOj6Mj
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মার্কোস স্টাইনিস। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়স আইআর এবং ঋষভ পন্থ। শ্রেয়স আইআরের 50 বলে 65 এবং ঋষভ পন্থের 38 বলে 56 রানের উপর ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 7 উইকেট হারিয়ে 156 রান তোলে দিল্লি।
Final. It's all over! Mumbai Indians won by 5 wickets https://t.co/6kuxVfvInp #MIvDC #Dream11IPL #IPL2020
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
https://twitter.com/mipaltan/status/1326213477501870080?s=20
https://twitter.com/mipaltan/status/1326216526848880641?s=20
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক-কে হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত 51 বলে 68 রানের উপর ভর করে জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ন’বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট রেখেই জয়ের জন্য উপযুক্ত রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে পাঁচবার আইপিএল জয় হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের।