পার্থর পর এবার দুর্নীতিতে আরও এক ‘হেভিওয়েট’ মন্ত্রীর যোগ! কাকে নিজামে তলব করল CBI?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি। আর সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিস মিলেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam)। যেমন কেঁচো খুঁড়তে কেউটে। বর্তমানে সেই দুর্নীতির রহস্যভেদ করতে মরিয়া সিবিআই (Central Bureau Of Investigation)।

এরই মধ্যে জানা যাচ্ছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় (municipality recruitment scam) এবার রাজ্যের এক মন্ত্রীকে (State Minister) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর ইতিমধ্যেই তার কাছে স্পিড পোস্ট করে দেওয়া। চলতি মাসের ৩১ তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছে বলেও খবর মিলেছে।

প্রসঙ্গত, পুরসভায় নিয়োগ দুর্নীতির খোঁজ মিলতেই আলাদা মামলা দায়ের করে একজোটে তদন্তে নামে সিবিআই, ইডি। ওদিকে এই পদক্ষেপের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে সুরাহা না পেলে পরে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য সরকার।

আরও পড়ুন: এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! শোরগোল রাজ্যে

তবে সোমবার রাজ্যের আবেদন খারিজ করে শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা নয়। একজোটে এই মামলায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। সুপ্রিম কোর্টের থেকে সবুজ সংকেত মেলার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে সিবিআই।

cbi scam

আরও পড়ুন: মাথায় বাজ! এবার তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজবাড়ি উঠবে নিলামে, হইচই রাজ্যে

জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের জন্য যাকে তলব করা হয়েছে তিনি একজন হেভিওয়েট মন্ত্রী। পুর দুর্নীতির সময় পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি ছিলেন। ওদিকে সূত্র মারফত খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সাথে ঘনিষ্ঠ যোগ রয়েছে মন্ত্রীর। যদিও এখনও প্রকাশ্যে তার নাম আনেনি তদন্তকারী সংস্থা।

জানিয়ে রাখি, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। এবার এই অয়নের সাথে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তরেই হেভিওয়েটকে তলব।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর