বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছর থেকে চলছে তদন্ত। এরই মধ্যে কেঁচো খুঁড়তে বেরিয়ে পরে কেউটে। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের (Rathin Ghosh) বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সেখানে টানা ২০ ঘন্টা চলে ম্যারাথন তল্লাশি।
গত বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোট ১২টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা,দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিকের বাড়িও হানা দেয় ইডি।
পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভাতেও ইডির অভিযান চলে। সেই সময়ই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে প্রায় ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। আর কড়া জেরায় সেই পাঁচুবাবুর মুখ থেকেই উঠে এসেছে প্রভাবশালী মন্ত্রীর নাম।
প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুর নিয়োগ দুর্নীতি খোঁজ পায় তদন্তকারী সংস্থা। তারপরই আদালতের নির্দেশে শুরু হয় তদন্ত। একাধিক পুরসভায় চলে তল্লাশি, চেয়ে পাঠানো হয় দীর্ঘদিনের নথি। কয়েকজন পুর অধিকারীকেও এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
আরও পড়ুন: আপাতত গৃহবন্দিই থাকতে হবে মুখ্যমন্ত্রীকে! বৃহস্পতিবার কালীঘাটে কাদের ডেকে পাঠালেন মমতা?
নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সূত্র পুরসভা নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। এই অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সূত্র ধরেই তদন্ত চালাচ্ছে তদন্তকারী সংস্থা।
দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় জানিয়েছেন, পুরসভার বোর্ড অব কাউন্সিলর্সই অয়ন শীলের সংস্থাকে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল। তবে ওই সংস্থার প্রস্তাব কে দিয়েছিলেন এই বিষয়ে কিছু মনে নেই বলেই জানিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান।