ভ্যাকসিন নিতে অস্বীকার করায় দল থেকে বাদ পড়লেন এই ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্কঃ কোভিডের বেড়াজাল কাটিয়ে ফের একবার শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের ঘরোয়া লিগ। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইতিমধ্যেই সমস্ত দল ট্রফি জয়ের লড়াইয়ে নেমে পড়েছে। একইভাবে খেলা শুরু করেছে তামিলনাড়ুও৷ কিন্তু তামিলনাড়ুর তারকা ক্রিকেটার কথা প্রাক্তন ভারতীয় ওপেনার মুরলী বিজয় এই টিমে জায়গা পাননি। তার মত একজন প্রথিতযশা খেলোয়াড় কেন ঘরোয়া ক্রিকেটে জায়গা পেলেন না? এ নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক।

সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, মুরলী বিজয় করোনা ভ্যাকসিন নিতে চান না এবং একইসঙ্গে দলের জৈব সুরক্ষা বলয় থাকতেও আপত্তি জানিয়েছেন তিনি। প্রধানত সেই কারণেই তার নাম এড়িয়ে গিয়েছেন তামিলনাড়ুর নির্বাচন কমিটি। ভারতবর্ষে করোনার প্রভাব এই মুহূর্তে কিছুটা কমেছে ঠিকই। তবে মাঠে নামার জন্য খেলোয়াড়দের এখনো একই ভাবে পালন করতে হচ্ছে কোভিড বিধি।

বিসিসিআই এসওপি অনুযায়ী একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অবশ্যই জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে এবং তার পরে, যতক্ষণ তিনি দলের সাথে থাকবেন, ততদিন তাকে সেই বাবেলের মধ্যেই থাকতে হবে কিন্তু বিজয় তা করতে চান না। জানিয়ে রাখি এবারের আইপিএলে অংশ হতে পারেননি মুরলী বিজয়। শেষবার তামিলনাড়ুর হয়ে ২০১৯ সালে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন তিনি।

IMG 20211113 202359

জানা গিয়েছে ভ্যাকসিন না নেওয়া সম্পূর্ন তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যদিও সূত্রের খবর অনুযায়ী ৩৭ বছর বয়সী মুরলী বিজয়ের ফিটনেস নিয়ে এমনিতেও কিছুটা সন্দিহান তামিলনাড়ু ক্রিকেট বোর্ড। অর্থাৎ মুরলী যদি ভ্যাকসিন নিতে রাজি হন সে ক্ষেত্রেও সরাসরি দলে এসে যোগ দিতে পারবেন না তিনি। তামিলনাড়ু বোর্ডের কাছে ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। আর সেই কারণে দল নির্বাচনের বৈঠকে তাকে নিয়ে তেমন কোনও আলোচনাই করেননি তামিলনাড়ুর নির্বাচকরা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর