পঞ্চায়েত ভোটের আগে বড় ভাঙন তৃণমূলে! বেলডাঙায় বিজেপিতে যোগ হাজারের বেশি সংখ্যালঘুর

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। দিন কয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই ভোটানুষ্ঠান। ইতিমধ্যেই নির্বাচনকে সামনে রেখে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে যেখানে চলছে পায়ের তলার মাটি শক্ত করার প্রয়াস, অন্যদিকে ঠিক তেমনি চলছে দল বদলের হিড়িক। সেই ধারাই অব্যাহত রেখে এদিন মির্জাপুর অঞ্চলের তৃণমূলের (TMC) প্রায় হাজার খানেক কর্মী, সমর্থক পদ্মে যোগ দিয়েছেন বলে দল সূত্রে খবর।

ঘটনা সত্যি হলে নিঃসন্দেহে বলা যেতে পারে পঞ্চায়েত ভোট মুখে জোর ধাক্কা খেল রাজ্যের শাসকদল। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় তৃণমূলে বড়সড় ভাঙন ধরিয়ে এলাকার এক হাজার মত সংখ্যালঘু কর্মী পদ্মে নাম লিখিয়েছেন বলে দাবি বিজেপির (BJP)। অন্যদিকে বিজেপির এই দাবি কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদল।

বিজেপি সূত্রে আরও দাবি, শুধু তৃণমূল নয় ভগবানগোলা থেকে অন্য দলের আরও হাজার সমর্থক এদিন বিজেপিতে নাম লিখিয়েছেন। দাবি, বহরমপুরে জেলা বিজেপি কার্যালয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির কাছ থেকে তারা প্রত্যেকে দলীয় পতাকা হাতে তুলে নেন।

এদিন এবিষয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিক আলি শেখ তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এ তো সবে শুরু। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল হাড়ে হাড়ে টের পাবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক আর তাদের পাশে নেই।” অন্যদিকে, যোগদানের বিষয় নিয়েও শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

bjp tmc

তৃণমূল কর্মী-সমর্থকদের বিজেপি যোগদানের বিষয়টি জোর গলায় অস্বীকার করে বেলডাঙার তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, ‘‘বিজেপিতে যারা যোগদান করেছেন তাদের তালিকাটা আমাদের দিতে বলুন দেখি!’’ পাশাপাশি সংখ্যালঘু মানুষেরা শাসকদলের সাথে আছেন বলেই দাবি তৃণমূল নেতার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর