বাংলা হান্ট ডেস্কঃ কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল এক নাবালিকার। সেই ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মধ্যে ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলা। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad Blast) নওদা থানার অধীন আলিনগর গ্রাম। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুল নামের ব্যক্তির।
মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ (Murshidabad Blast)!
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গ্রামের রাস্তাতেই ছিলেন রফিকুল। সেই সময় আচমকা তাঁর উপর বোমা ছুড়তে শুরু করে একদল দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিকুলের।
জানা যাচ্ছে, পুলিশ (West Bengal Police) ও স্থানীয়রা আসতে আসতেই প্রাণ হারিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ SSC-র নতুন নিয়োগ সংক্রান্ত মামলা, কমিশনকে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট, ফের জটিলতা?
ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার মুর্শিদাবাদের নানান প্রান্তে বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটেছে। গত ১১ জুন ডোমকলে বোমা বাঁধার সময় চান্দু শেখ ওরফে সফিকুল নামের এক যুবকের মৃত্যু হয়। সেবার গভীর রাতে বিস্ফোরণ ঘটেছিল।
তার আগে ৩০ এপ্রিল সামশেরগঞ্জের দেবীদাসপুরে বোমা বিস্ফোরণ হয়। সেই সময় আহত হয়েছিল দুই শিশু। এসবের রেশ কাটতে না কাটতেই এবার আলিনগর গ্রামে বিস্ফোরণ ঘটল (Murshidabad Blast)। দুষ্কৃতীদের ছোড়া বোমায় ঘটনাস্থলেই মৃত্যু হল রফিকুল নামের ব্যক্তির।