বরাদ্দ বিপুল অর্থ, পশ্চিমবঙ্গেই তৈরী হচ্ছে পদ্মা জাহাজ বন্দর! বাংলাদেশের সঙ্গে বাড়বে ব্যবসা

বাংলাহান্ট ডেস্ক : এতদিন সড়ক পথ ও রেল পথে যুক্ত ছিল ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। খুব শীঘ্রই প্রতিবেশী এই দুই দেশ যুক্ত হতে চলেছে জলপথেও। বাংলাদেশের সাথে জলপথের যোগাযোগ বৃদ্ধি করতে বিশেষ বন্দর তৈরি হচ্ছে মুর্শিদাবাদের লালগোলায়। অত্যাধুনিক এই জলবন্দর তৈরি করা হচ্ছে ময়াগ্রামে পদ্মা নদীর পাড়ে।

এই বন্দরের মাধ্যমে সহজেই ভারত থেকে পণ্য পৌঁছে যাবে বাংলাদেশে। পাশাপাশি এই বন্দরের মাধ্যমে সহজে বাণিজ্য করা সম্ভব হবে ত্রিপুরার সাথে। ঠিক একইভাবে এই বন্দরের মাধ্যমে ওপার বাংলা থেকে পণ্য সহজে এসে পৌঁছাবে ভারতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি এই বন্দর তৈরির কাজ পরিদর্শন করেছেন ইতিমধ্যেই। লালগোলার নয়াবন্দরের মাধ্যমে ভারত ও বাংলাদেশ যুক্ত হতে চলেছে জলপথে।

আরোও পড়ুন : জনবহুল এলাকার বহুতলে বিধ্বংসী অগ্নিসংযোগ; মৃত্যুর কোলে ৬৩ জন, আহত একাধিক

এই জলবন্দর তৈরি হচ্ছে ভারতের নয়াগ্রাম ও বাংলাদেশের সুলতানগঞ্জ এলাকায়। প্রাথমিকভাবে নদীপথে আমদানি-রপ্তানি হবে বালি-কয়লা -পাথর ইত্যাদি। এখনো পর্যন্ত রেলপথ, সড়ক পথ ও বিমান পথ দিয়ে বিভিন্ন পণ্য ভারত থেকে বাংলাদেশে যায়। এবার থেকে আমদানি-রপ্তানি সম্ভব হবে জলপথেও।

মনে করা হচ্ছে নতুন এই বন্দর নির্মাণ হলে আরো উন্নত হবে লালগোলার অর্থনীতি।

the transaction will be done in Indian currency in this country

বিশ্লেষকদের মত এই বন্দরের ফলে দুই দেশ বাণিজ্য ও অর্থনৈতিতে সমৃদ্ধি লাভ করবে। এই বন্দর নির্মাণের ভাবনা ২০১৫ সালে শুরু হয়। সংশ্লিষ্ট দপ্তর জমি ও নদী পরিদর্শন করে ২০১৮ সালের মার্চ মাসে। এরপর মৌ সাক্ষরিত হয় ২০২২ সালে। ২৫ বিঘা জমির উপর এই বন্দর নির্মাণ করতে খরচ করা হচ্ছে মোট ৫২ কোটি টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর