CAA আইন বাংলায় চালু করার দাবি মুসলিম বিজেপি নেতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  শুক্রবার থেকে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়ে গিয়েছে বলে  এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার ।  পশ্চিমবঙ্গ দেশের বাইরের রাজ্য নয়, সুতরাং এ রাজ্যেও সিএএ লাগু হবে, স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।

প্রসঙ্গত, শনিবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে মমতা জানিয়েছিলেন, তাঁরা সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তিনি মমতাকে আক্রমণ করে বলেন, ‘গোটা দেশে সিএএ লাগু হবে। পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়, তাই পশ্চিমবঙ্গেও এই আইন লাগু হবে ।  মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইতিহাস ও সংবিধানটা খুব ভালো ভাবে পড়ে নেওয়া।’

তিনি আরও বলেছিলেন, সংসদে যে আইন পাস হয়ে গিয়েছে, তা সব রাজ্যকেই মানতে হবে। এটি সম্পূর্ণ অসাংবিধানিক যে, সংসদে পাস হওয়া আইনকে কোনও রাজ্যে প্রয়োগ হতে না দেওয়া। এইভাবে যাঁরা জাতিকে বিভ্রান্ত করছেন, তাঁরা আসলে এই দেশে শান্তি ও সম্প্রীতি বিরাজ করতে দিতে চায় না, এমনটাই মন্তব্য করেছে নাকভি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ভারতীয় সংবিধানটি ভালো করে পড়ার কথা বলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, নাগরিকত্ব আইনটিকে সেসব মানুষের জন্য আনা হচ্ছে, যারা ধর্মীয় কারণে নীপিড়িত। দেশের জনগণকে সিএএ নিয়ে উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ  তাঁর।ভারতীয় মুসলমানদের নিরাপত্তা, সমৃদ্ধির ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সিএএ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হচ্ছে দেশের মানুষ। তাই দেশের মানুষের কাছে আবেদন, যারা ভুল ধারণা দিচ্ছে, তাদের আসল উদ্দেশ বুঝে নেওয়া।

 

 

সম্পর্কিত খবর

X