বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল দেশ। এক্ষেত্রে অশান্তি-বিক্ষোভের ঘটনায় এগিয়ে বাংলা। ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এ রাজ্যের বহু এলাকা। সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ বিলের (Waqf Law) বিরোধিতা করতে ব্রিগেডে সভার অনুমতি চায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
মুসলিম বোর্ডের মামলায় বড় নির্দেশ | Calcutta High Court
সূত্রের খবর, ব্রিগেডে সভার অনুমতি চাইলেও রাজ্য পুলিশ ও সেনা থেকে অনুমতি মেলেনি। এরপরই আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে।
মামলার শুনানিতে ওই জায়গায় জমায়েতের বিরোধিতা করে কেন্দ্রের আইনজীবি বলেন, “বর্তমানে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। মামলা করা হয়েছে। এই বিলকে নিয়ে শুধু আলোচনার খাতিরে ৫০,০০০ লোকজন জমায়েত করবে এটা কোনও কারণ হতে পারে না।”
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জিতে গেল বামেরা! বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি! কোন মামলায়?
কেন্দ্রের আইনজীবী বলেন, ‘আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর্মিদের প্রশিক্ষণ রয়েছে। এই সময়ে ব্রিগেডে সভার অনুমতি দিলে সমস্যা হবে।’ এরপরই কাশ্মীরে জঙ্গি হামলার কথা উঠে আসে বিচারপতির মুখে। সেই প্রসঙ্গ টেনে জাস্টিস ঘোষ বলেন, ওই ঘটনার জন্য আগামী তিনদিন ব্রিগেডে মিটিং মিছিল বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/2KQg6UrOwq0?si=N0sowLPfplEMikjj
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে সাতদিন পরে ব্রিগেডে সভা করার পরামর্শ দেন বিচারপতি। পাশাপাশি কেন ব্রিগেডে সভা বা জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না, সেই নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলাকারীদের ই-মেল আইডিতে সেনাকে জানানোর নির্দেশ হাইকোর্টের। প্রয়োজনে মামলাকারীদের নতুন করে মামলা দায়ের করার কথা বলেন বিচারপতি।