বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের (Karnataka) ব্যাঙ্গালুরুতে (Bengaluru) হনুমান মন্দিরের নির্মাণের জন্য মুসলিম ব্যবসায়ী এমন এক কাজ করলেন, যেটার প্রশংসা গোটা ভারত জুড়ে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই মুসলিম ব্যবসায়ীর হচ্ছে ভূয়সী প্রশংসা। মন্দিরে এইচএমজি বাশা (HMG Basha) নামের ওই মুসলিম ব্যবসায়ীর অনেক পোস্টারও লাগানো হয়েছে।
ব্যাঙ্গালুরুর কদুগোডির ৬৫ বছরের বাসিন্দা এইচএমজি বাশা কার্গোর ব্যবসা করেন। মন্দিরে বজরংবলির ভক্তদের সমস্যা হওয়ার কারণে এইচএমজি বাশা নিজের জমিই মন্দিরকে দান করে দেন। মন্দিরটিকে বড় করার জন্যই এই মহৎ কাজ করেছেন তিনি। বালগেরেপুরা হাইওয়ের কাছে হনুমান মন্দিরের পাশে ওনার প্রায় তিন একর জমি ছিল। মন্দির ট্রাস্ট অনেকদিন ধরেই মন্দিরটিকে আরও বড় করার পরিকল্পনা করছিল। কিন্তু টাকা না থাকায় ওনারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছিলেন না।
মন্দির ট্রাস্ট এইচএমজি বাশার থেকে প্রায় ১ হাজার স্কোয়ার ফুট জমি চেয়েছিল, কিন্তু উনি বড় মন দেখিয়ে মন্দিরের জন্য এক হাজার ৬০০ স্কোয়ার ফুট জমি দান করে দেন। জমিটি হাইওয়ের পাশে ছিল, এই কারণে ওনার ওই পুরো জমির দাম প্রায় ৮০ কোটি টাকার মতো হওয়ার কথা। এইচএমজি বাশা বড় মন দেখিয়ে মন্দিরকে সেই জমি দান করে দেন। আর ওনার এই কাজের প্রশংসা চারিদিকে হচ্ছে। এমনকি মন্দিরের সামনে ওনার নাম আর ছবি দিয়ে পোস্টারও লাগানো হয়েছে।
মন্দিরকে জমি দান নিয়ে এইচএমজি বাশা বলেন, আমি অনেক সময় মন্দিরে পরিক্রমার সময় মহিলাদের সমস্যার সন্মুখিন হতে দেখেছি। ছয়মাস আগে জখন গ্রামবাসীরা মন্দিরটিকে বড় করার কথা ভাবে, তখন আমি আমার জমির একটি ছোট অংশ দান করার কথা ভেবেছিলাম। সবাই যাতে সুন্দর আর সুষ্ঠ ভাবে পুজো দিতে পারে, সেই কারণেই আমি এই মন্দিরের জন্য জমি দান করেছি।