রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দান করলেন মুসলিম ব্যবসায়ী, বললেন আমরা সবাই ঈশ্বরের সন্তান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর এক মুসলিম ব্যবসায়ী অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দান করেছেন। উত্তর প্রদেশের অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য গোটা দেশ জুড়ে নিধি সমর্পণ অভিযান চলছে। আর সেই অভিযানে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে রাম মন্দির নির্মাণের জন্য ১ লক্ষ টাকা দান করলেন এক মুসলিম ব্যবসায়ী।

বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সংগঠনের সচিব এস ভি শ্রীনিবাস বলেন, কেন্দ্র সরকার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করেছে। মন্দির নির্মাণের জন্য ১০, ১০০ আর ১০০০ টাকার কুপন বানানো হয়েছে। অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দেশের সবাই এগিয়ে আসছেন।” তিনি বলেন, ‘আমরা যার কাছেই যাচ্ছি, তাঁরাই উদারতা দেখিয়ে দান করছে।”

রাম মন্দিরের জন্য দান সংগ্রহ করতে তামিলনাড়ুর হিন্দু মুন্নানি আর VHP এর কর্মীরা যখন মুসলিম ব্যবসায়ী W S Habib এর কাছে যান। তখন হাবিব ওনাদের হাতে ১ লক্ষ ৮ টাকার একটি চেক তুলে দেন। W S Habib বলেন, ‘আমি মুসলিম আর হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক সৌহার্দ্য গড়তে চাইছি। আমরা সবাই ঈশ্বরের সন্তান। আমি এই বিশ্বাসের সঙ্গেই রাম মন্দির নির্মাণের জন্য দান করেছি।”

তিনি বলেন, আমার এটা দেখে খারাপ লাগে যে কিছু মানুষ মুসলিমদের হিন্দু বিরোধী আর দেশ বিরোধী বলেন, হাবিব বলেন, ভালো কাজের জন্য দান করা খারাপ না। তিনি বলে, ‘আমি অন্য কোনও মন্দিরের জন্য দান করিনা। কিন্তু রাম মন্দির আলাদা বিষয়। কয়েক দশকের বিতর্কের সমস্যার সমাধান হয়েছে।

বলে রাখি, অয্যোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এখনও পর্যন্ত ১ হাজার ৫০০ কোটি টাকার উপরে চাঁদা সংগ্রহ হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ থেকেও মানুষ নিজের ইচ্ছে মতো দান করছেন। রাজ্য থেকে এখনও পর্যন্ত ৫০ কোটি টাকার উপরে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ হয়েছে বলে জানা গিয়েছে।

X