গীতা ও রামায়ণ পাঠ করায় প্রহার করা হল মুসলিম যুবককে

বাংলা হান্ট ডেস্ক: হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করায় বেধড়ক মারা হলো ৫৫ বছরের দিলশেরকে। দিলশেরের থেকে কেড়ে নেওয়া হলো ভগবত গীতা ও রামায়ণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলীগড়ের শাহ জামাল এলাকায়।

images 5 1

জানা গিয়েছে, দিলশের নিজের ঘরে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করছিলেন। ঠিক সেই সময় তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে সমীর ও জাকির নামে দুই ধর্মের দুষ্কৃতী। কাছ থেকে কেড়ে নেওয়া হয় ধর্ম গ্রন্থ গুলি।

ওই মুসলিম যুবক এক সংবাদমাধ্যমকে বলেন, “আমি একজন পবিত্র মুসলিম। কিন্তু আমার ধর্ম আমাকে অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ করতে নিষেধ করেনি।” জানা যায়,দিলশের প্রায় ৩৮ বছর ধরে হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করছেন।

সম্পর্কিত খবর