গীতা আর রামায়ণ পাঠের জন্য মুসলিম ব্যাক্তিকে মারধর করল প্রতিবেশী দুই মুসলিম যুবক

বাংলা হান্ট ডেস্কঃ আলীগড়ের মহানগরের দেহলি গেট থানা এলাকায় বৃহস্পতিবার কট্টরপন্থীরা দুই মুসলিম ব্যাক্তিকে গীতা আর রামায়ণ পাঠ করার জন্য মারধর করে। তাঁদের হারমোনিয়াম ভেঙে তাঁদের থেকে ধার্মিক গ্রন্থও কেড়ে নেওয়া হয়।

এই ঘটনা ঘটার পর নির্যাতিতরা বৃহস্পতিবার দুপুরে বিশ্ব হিন্দু মহাসভার পদাধিকারদের সাথে নিয়ে এসএসপি অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা করে। এসএসপি অনুপস্থিত থাকার কারণে এসপির কাছে অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করা হয়। এই ঘটনার পর পুলিশ অভিযোগ জমা নিয়ে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করে।

মেহফুজ নগর, দেহলি গেটের বাসিন্দা ফুল খা এসপিকে দেওয়া নিজের অভিযোগ পত্রে লেখেন যে, তিনি প্রতিদিনই তাঁর বাড়িতে গীতা আর রামায়ণের পাঠ করেন। আর ওনার এই কাজে ক্ষুব্ধ প্রতিবেশী দুই যুবক তাঁদের সঙ্গিদের সাথে নিয়ে বৃহস্পতিবার তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়। এমনকি গীতা ছিঁড়ে ফেলার চেষ্টাও করে তাঁরা।

 

নির্যাতিত ফুল খা কোনরকম ভাবে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যের প্রাণ বাঁচায়। হামলাকারীরা যেতে যেতে এরপর যেন গীতা আর রামায়ণ পাঠ না করা হয়, সেটার হুমকি দিয়ে যায়। এসপি দেহাত এই ঘটনাকে গম্ভীর ভাবে নিয়ে, দেহলি গেট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অতি শীঘ্র পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
Untitled 1
এই ঘটনায় দেহলিগেট থানার ইন্সপেক্টর ইন্দ্রেশ পাল সিং বলেন, নির্যাতিত এর বয়ান অনুযায়ী, প্রতিবেশী যুবকদের বিরুদ্ধে ধার্মিক ভাবনায় আঘাত এবং মারপিট করার জন্য জাকির এবং সমিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সে প্রতিবেশীর সাথে ঝামেলা করার কথা স্বীকারও করেছে।

সম্পর্কিত খবর