বাংলা হান্ট ডেস্কঃ বিহার বিধানসভায় শপথের সময় AIMIM এর বিধায়ক আখনরুল ইমান হিন্দুস্তান শব্দে আপত্তি জাহির করে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু এরপর বিধানসভায় কংগ্রেসের এক মুসলিম বিধায়ক যা করলেন, তাঁর প্রশংসা চারিদিকে হচ্ছে।
কদমা থেকে কংগ্রেসের বিধায়ক শাকিল আহমেদ সদনের সদস্যতার শপথ সংস্কৃত ভাষায় নেন। শাকিল আহমেদ সংস্কৃত ভাষায় শপথ নিয়ে সবাইকে চমকে দেন। সাংবাদিকদের সাথে কথাবার্তায় তিনি বলেন, ভারত বৈচিত্রে ভরা দেশ, আর এখানে সব ভাষাই বলা হয়। সংস্কৃত ভারতেরই ভাষা আর এই কারণে আমি এই ভাষায় শপথ নিই।