বাংলা হান্ট ডেস্ক : মাত্র কয়েকদিন আগের ঘটনা, কর্নাটকে (Karnataka) বিজেপিকে হারিয়ে ক্ষমতার আসনে বসে কংগ্রেস সরকার। রাজ্যের কেন্দ্র বেঙ্গালুরুতেও (Bengaluru) ক্ষমতা দখলে এসেছে বড় পরিবর্তন। এবার খবর আসছে, মুসলিমদের আজান (Azan) চলার সময় হনুমান চালিশা (Hanuman Chalisa) বাজানোর জন্য এক দোকানদার মার খেতে হয়েছে।
দোকানদারের অভিযোগ, একদম চাকু নিয়েই তার ওপর হামলা চালায় কিছু মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নগরথপেটে এলাকায়। সংবাদমাধ্যমের সামনে দোকানদার বলেন যে, তিনি সন্ধ্যা ৬ ঘটিকা নাগাদ তার নিজের দোকানে হনুমান চালিশা এবং অন্যান্য ভক্তিমূলক গান বাজাচ্ছিলেন।
দোকানে ধর্মীয় সংগীত বাজছিল আর ঠিক সেই সময়ই কয়েকজন স্থানীয় মুসলিম এসে তাকে রীতিমত হুমকি দিতে শুরু করে। স্পিকার বাজালে তারা খুন করে ফেলারও হুমকি দেয়! কিন্তু তবুও স্পিকার বন্ধ না করায় দোকানদারের গলা চেপে ধরে এবং চাকু দিয়ে তাকে আঘাতও করে ঐ মুসলিম যুবকের দল। আক্রমনকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করেছেন দোকানদার, এবং তাদের সকলেই যে স্থানীয় সেই কথাও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন : আজ যেখানে সংসদ ভবন পূর্বে সেখান দিয়েই যেত ট্রেন, এই রুট কোথায় পৌঁছাত জানেন?
এদিকে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি উঠে আসার সাথে সাথেই বিষয়টি ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক দোকানদারের ওপর চড়াও হয় বেশ কিছু যুবক। এবং তারা সেই দোকানদারের দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যাচ্ছে। বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং তাদের জন্য তল্লাশি শুরু হয়ে গিয়েছে। পুলিশ জানাচ্ছে যে, আজানের সময় গান বাজানোর কারণেই নাকি এমন বিপত্তি।
আরও পড়ুন : মাধ্যমিক পাশেই মোটা মাইনের সরকারি চাকরি! ব্যাপক হারে নিয়োগ করছে BSF
বিষয়টি সামনে আসতে সেরাজ্যের শাসকদল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে BJP। কর্ণাটক বিজেপির অন্যতম বড় নেতা তেজস্বী সূর্য বন্ধ ডাকারও হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবী, অভিযুক্তদের মঙ্গলবারের মধ্যে গ্রেফতার না করলে পুরো এলাকায় বন্ধ ডাকা হবে। তিনি বলেন, ‘আগামীকালের মধ্যে সমস্ত অভিযুক্তের গ্রেফতারির দাবি করছি। আগামী সাড়ে ১২টার মধ্যে তেমনটা না হলে নগরথপেটে বনধ পালিত হবে। আমরা লাগাতার অবস্থান বিক্ষোভ করব।’