হিন্দু প্রতিবেশীর দেহ সৎকার করল মুসলিম প্রতিবেশী

বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তাল দেশ। প্রায়ই কোথাও না কোথাও হিন্দু-মুসলিম দাঙ্গার খবর পাওয়া যাচ্ছে। ঠিক এই রকম একটি পরিস্থিতিতে দেখা গেল অন্য রকম চিত্র। হিন্দু প্রতিবেশীর দেহ সৎকার করতে এগিয়ে এল মসজিদের ইমাম।

মুর্শিদাবাদ জেলার সুতিন মোমিনপুর নামক গ্রামে মোট পাঁচশো পরিবারের মধ্যে কেবল দুটি ঘর হিন্দু ধর্মাবলম্বী দুটো পরিবার বাস করে। সোমবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যায় গণেশ রবিদাস নামে এক ব্যক্তি। গণেশের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ কিন্তু মুশকিল আসান করতে এগিয়ে আসে মসজিদের ইমাম।তিনি নিজেই গ্রামের ছেলেদের নিয়ে পৌঁছে যান মৃতদেহ সৎকার করতে। অন্তিম যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে হাজির ছিল হিন্দু ও মুসলিম প্রতিবেশীরা। আরো একবার নজির পাওয়া গেল দেশে একটি ধর্ম রয়েছে তা মানব ধর্ম এবং সেই ধর্ম অন্য সব ধর্মের ঊর্ধ্বে।

মসজিদের ইমাম বলেন, মানুষে মানুষে ভেদাভেদ নয়। সকলে সম্প্রীতির সাথে থাকতে চাই। প্রতিবেশীর পাশে থাকা আমার নৈতিক কর্তব্য। হিন্দু মুসলিম ধর্ম দেখে নয় গণেশ আমাদের প্রতিবেশী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

সম্পর্কিত খবর