দেশে উচ্চশিক্ষায় হুহু করে বাড়ছে মুসলিম ছাত্র ও শিক্ষকের সংখ্যা! সাফল্যে চরম খুশি কেন্দ্র

বাংলা হান্ট ডেস্ক : ভারতে (India) ১৯৪৭ সালের পর থেকে মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসার থেকে সার্বিক উন্নতিতে বহু বাধাবিপত্তি দেখা গেছে। কিন্তু, এর পাশাপাশিই বিগত কয়েক দশকে ক্রমশ শিক্ষার পরিসরে সামনের দিকে এগিয়েছে মুসলমান যুব সমাজ (Muslim Youth)। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান থেকে কিছুটা আশার আলো দেখছেন শিক্ষাক্ষেত্রের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রছাত্রীদের নাম নথিভুক্তকরণের সংখ্যা ১৭ লক্ষ ৩৯ হাজার। সেই সংখ্যাটা ২০২০-২১ শিক্ষাবর্ষে এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ২২ হাজার টাকা।

শুধুমাত্র পড়ুয়াদের সংখ্যাই বেড়েছে এমনটা নয়। সঙ্গে সঙ্গে বেড়েছে মুসলিম শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও। মুসলমান সম্প্রদায়ের মধ্য থেকে শিক্ষকের সংখ্যাও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৬৭ হাজার ২১৫ থেকে বেড়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৮৬ হাজার ৩১৪ তে পৌঁছেছে।

সম্প্রতি রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে একটি পরিসংখ্যান প্রকাশ্যে করে নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করেন, ‘কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে উৎসাহিত করছে।’ কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক দেশের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তিনটি প্রকল্প চালু করেছে। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, শিখ ও জরথুষ্ট্রীয়রা এই প্রকল্পের সুবিধা পাবেন।

muslim 2

বাস্তবে অবশ্য ভারতে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের স্কুলছুটের হারও খুব একটা কম নয়। কারণ মেয়েদের মতই ছেলেদের মধ্যেই উচ্চশিক্ষার সুযোগ খুবই কম। যার প্রভাব পড়ছে মুসলমান সমাজে। স্বাক্ষরতার পাশাপাশি শিক্ষগত অগ্রগতিতেও পিছিয়ে পড়ছে এই সম্প্রদায়। পরিসংখ্যান বলছে, স্কুল ছুটের জাতীয় গড় ১৮.৯৬ শতাংশ। সেখানে মুসলিমদের মধ্যে এই হার হল ২৩.১ শতাংশ।

শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার মুসলমান ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার হার বৃদ্ধির পরিসংখ্যানের সাথে দেশজুড়ে মুসলমান ছেলেমেয়েদের স্কুলছুটের হার সামঞ্জস্যপূর্ণ নয়। বাস্তবে শিক্ষাক্ষেত্রে এগিয়েছে মুসলমান সমাজের একাংশ ছাত্রছাত্রী। উচ্চশিক্ষায় তাদের অংশগ্রহণ বেড়েছে। আবার অন্যদিকে বেশ কিছু রাজ্যে কমেছে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষায় তাদের উপস্থিতি। আশা করা যায় আগামীতে নানান বাধাবিপত্তি কাটিয়ে অগ্রসর হবে মুসলিম ছাত্রছাত্রীরা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর