বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীর অনেক জায়গায় এখনও অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। আপনারা জানলে অবাক হবেন, এমন দেশও আছে যেখানে অনেক মেয়েরা বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছেন। পাশাপাশি কিছু মুসলিম দেশও (Muslim Woman) আছে যেখানে আশ্চর্যজনকভাবে বিপুল সংখ্যক নারী অবিবাহিত থাকেন। আর এর ফলে দেশে কুমারী সংখ্যা ওই দেহ গুলিতে বৃদ্ধি পাচ্ছে।
সবচেয়ে বেশি এই মুসলিম দেশে অবিবাহিত মহিলাদের সংখ্যা (Muslim Woman)
সম্মান ও ভালবাসার বন্ধন হল বিয়ে। বিয়ে করে নতুন সঙ্গীকে নিয়ে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। কিন্তু আপনারা যেন অবাক হবেন, বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে ইচ্ছে হলেও মেয়েদের বিয়ে করার সুযোগ হয় না। তাদের ইচ্ছের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন বিষয়। যার কারণবশত ওই দেশ গুলিতে ক্রমশ বেড়ে চলেছে কুমারী সংখ্যা (Single Women)।
জনপ্রিয় সংবাদপত্র ‘আল রাই’ প্রতিবেদনে এক চমকে দেওয়া তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে সবচেয়ে বেশি অবিবাহিত মুসলিম মহিলাদের (Muslim Woman) সংখ্যা মিশরে। সেখানে প্রায় ৯০ লক্ষ মহিলা অবিবাহিত। যাদের বয়স ২৪ থেকে ৩৫-এর মধ্যে। এছাড়াও মিশরের পরেই রয়েছে আলজেরিয়া। এখানে অবিবাহিত মহিলা রয়েছেন ৪০ লক্ষ। ইরাকে এই সংখ্যা ৩০ লক্ষ। ইয়েমেনে ২ লক্ষ। পাশাপাশি সৌদি আরব, তিউনিসিয়া, সুদানে প্রায় ১.৫ লক্ষ মহিলা এখনও বিয়ে করেননি। সিরিয়ায় এই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭০ হাজার, এবং লেবাননে ৪৫ হাজার।
পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যর বেশ কিছু দেশ মিলিয়ে ২৪ বছর বয়সোর্ধ্ব মোট আড়াই কোটি মহিলা এখনও অবিবাহিত। এর মধ্যে কিছু মহিলার বয়স ৩৫-এরও বেশি। পাশাপাশি দক্ষিণ কোরিয়া যেখানে একদল মেয়ে প্রকাশ্যে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার একদল মেয়েদের বিশ্বাস বিয়ের সঙ্গে অনেক দায়িত্ব আসে ও ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেয়। যার কারণবশত তাঁরা বিয়ে এড়িয়ে যাচ্ছেন।