প্রধানমন্ত্রী মোদীকে হাতে তৈরি রাখি পাঠালেন মুসলিম মহিলা, বয়কট হলো চীনের রাখি

বাংলাহান্ট ডেস্কঃ বারাণসীতে মুসলিম মহিলারা নিজের হাতে রাখি  তৈরি করেছেন। যা তৈরি করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) কাছে তা ডাকযোগে প্রেরণ করেছেন। মুসলিম মহিলা ফাউন্ডেশনের জাতীয় মহিলা নাজনীন আনসারির নেতৃত্বে ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রীর মোদীর কাছে রাখি পাঠান।

জানা গিয়েছে, মুসলিম মহিলারা ভারত-চীন সীমান্তে লড়াইয়ে ভারতীয় সেনারা শহীদ হওয়া নিয়ে তারা চাইনিজ প্রোডাক্ট বয়কট করেছেন। তাই তারা নিজ হাতে রাখি তৈরি করছেন। মঙ্গলবার, মুসলিম মহিলারা ইন্দ্রেশ নগর লামাহির সুভাষ ভবনে মুসলিম মহিলা ফাউন্ডেশন এবং বিশাল ভারত সংস্থার গান দিয়ে মোদী, ট্রাম্প এবং ইন্দ্রেশ রাখিকে তৈরি করেছিলেন।

fda

মহিলারা তারকা, টিক্কি, পিচবোর্ড, জরি দিয়ে দিয়ে তৈরি করছেন রাখি।  মোদীর ছবি ব্যবহার করে রাখি তৈরি করেছিলেন তারা। এর পরে এই সারিগুলি পোস্টের মাধ্যমে পিএমওতে প্রেরণ করা হয়েছিল। শ্রী রাম মন্দিরের আন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলিতে শ্রী রাম রাখি পাঠানো হবে।

আরএসএসের ইন্দ্রেশ কুমার কৈথাল থেকে শ্রী রাম রাখি, মোদী রাখি, ট্রাম্প রাখি এবং ইন্দ্রেশ রাখি অনলাইন উদ্বোধন করাও হবে জানা হবে। প্রধানমন্ত্রী মোদীকে হাতে তৈরি রাখি পাঠালেন মুসলিম মহিলা, বয়কট হলো চীনের রাখি।

বিশাল ভারত সংস্থার প্রতিষ্ঠাতা ডঃ রাজীব শ্রীবাস্তব বলেছেন যে, মার্কিন মহিলারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাখি পাঠিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্পকের বন্ধন করা হবে।  রাখি নির্মাতাদের মধ্যে নাজমা পারভীন, সনি বানো, অর্চনা ভারতবংশী, ডাঃ মৃদুলা জয়সওয়াল, নাজমা বানো, নাগিনা, মুন্নি বেগম, সুনিতা শ্রীবাস্তব অন্তর্ভুক্ত এ কাজে।


সম্পর্কিত খবর