বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক মুসলিম ধর্মগুরু (Muslim)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই মুসলিম ধর্মগুরুর মন্তব্য, পুরুষরা কাজ করে এমন বিউটি পার্লারে (Beauty Parlor) মহিলাদের যাওয়া উচিত নয়। পুরুষরা কর্মরত রয়েছেন এমন বিউটি পার্লারে মহিলাদের যাওয়াকে ‘বেআইনি’ এবং ‘হারাম’ বলে অভিহিত করেছেন তিনি। উত্তরপ্রদেশের মুসলিম ধর্মগুরু মুফতি আসাদ কাসমির (Mufti Asad Qasmi) এমন মন্তব্যে শুরু হয়েছে নিন্দার ঝড়।
যে সব বিউটি পার্লারে পুরুষরা কর্মরত রয়েছেন সেই সব বিউটি পার্লারে মহিলাদের না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ওই ধর্মগুরু। পরিবর্তে যে সমস্ত পার্লারে শুধুমাত্র মহিলারাই কাজ করেন, সেখানেই যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নিন্দার ঝড়। প্রসঙ্গত, গত মাসে কানপুরের এক মহিলা অভিযোগ করেন তাঁর স্বামী তাঁকে সৌদি আরব (Saudi Arab) থেকে ফোন করেই তিন তালাক দিয়েছেন। কারণ ছিল ওই মহিলা বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করিয়েছিলেন।
ওই ঘটনায় ওই মহিলার স্বামী মহম্মদ সেলিম (Md Selim) এবং তাঁর মা-বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করা হয়। জানা যায়, বিয়ের পরই মহম্মদ সেলিম কর্মসূত্রে সৌদি আরবে চলে যান। তারপর থেকেই তাঁর উপরে নানারকমের অত্যাচার চালান শ্বশুরবাড়ির লোকজন। এরপর স্বামীও ভ্রু প্লাক করায় তাঁকে তালাক দেন।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে কিরগিজস্তানের পুরস্কারপ্রাপ্ত মৌলানার মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে নিন্দা ঝড় ওঠে। মহিলারা ছোট পোশাক পরছেন বলেই মাছ-মাংসের দাম বাড়ছে, এমনটাই মন্তব্য করেছিলেন তিনি। আর এবার সেই আসনে নামলেন আরও এক মুসলিম ধর্মগুরু।